হাজীগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেলো শিশু ইভার

  • আপডেট: ০৩:৩৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • ৫১

ছবি-নতুনেরকথা।

পানিতে ডুবে নুসরাত জাহান ইভা নামের সাড়ে চার বছর বয়সি এক শিশু মারা গেছে। বুধবার দুপুরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের নোয়া বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির মাসুদ হোসেনের মেঝো মেয়ে। তার মৃত্যুতে পরিবার, নিকট আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, এদিন দুপুরে বাড়ির উঠানেই খেলাধূলা করছিল শিশু নুসরাত জাহান ইভা। এরপর বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবার ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। একপর্যায়ে নিজ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষ-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহতের নিকট আত্মীয় মরিয়ম বেগম জানান, দুপুরের দিকে নুসরাত জাহান ইভার মা রান্নার কাজে জন্য বাড়ির পাশে পাতা কুড়াতে ও লাড়কি আনতে যান। এ সময় অন্যান্য শিশুদের সাথে বাড়ির উঠানো খেলাধূলা করছিল ইভা। এ সময় খেলাধূলার এক ফাঁকে শিশু ইভা পুকুরের পানিতে ডুবে যায়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. মো. গোলাম মাওলা জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে শিশু নুসরাত জাহান ইভা মারা গেছে। তিনি পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে পারিবারিক সর্তকতা ও সচেতনতা বৃদ্ধির কথা উল্লেখ করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

স্বামীর ঋণের টাকা নিয়ে ২ সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধু

হাজীগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেলো শিশু ইভার

আপডেট: ০৩:৩৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২

পানিতে ডুবে নুসরাত জাহান ইভা নামের সাড়ে চার বছর বয়সি এক শিশু মারা গেছে। বুধবার দুপুরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের নোয়া বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির মাসুদ হোসেনের মেঝো মেয়ে। তার মৃত্যুতে পরিবার, নিকট আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, এদিন দুপুরে বাড়ির উঠানেই খেলাধূলা করছিল শিশু নুসরাত জাহান ইভা। এরপর বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবার ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। একপর্যায়ে নিজ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষ-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহতের নিকট আত্মীয় মরিয়ম বেগম জানান, দুপুরের দিকে নুসরাত জাহান ইভার মা রান্নার কাজে জন্য বাড়ির পাশে পাতা কুড়াতে ও লাড়কি আনতে যান। এ সময় অন্যান্য শিশুদের সাথে বাড়ির উঠানো খেলাধূলা করছিল ইভা। এ সময় খেলাধূলার এক ফাঁকে শিশু ইভা পুকুরের পানিতে ডুবে যায়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. মো. গোলাম মাওলা জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে শিশু নুসরাত জাহান ইভা মারা গেছে। তিনি পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে পারিবারিক সর্তকতা ও সচেতনতা বৃদ্ধির কথা উল্লেখ করেন।