যথাযোগ্য মর্যাদায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার সকালে কলেজের হলরুমে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খুনি রাশেদের কারণে হাজীগঞ্জবাসি কলঙ্কিত। এ কলঙ্ক থেকে আমাদের মুক্তি পেতে হবে। দ্রুত খুনি রাশেদকে দেশে এনে তার ফাঁসির রায় কার্যকর করে হাজীগঞ্জবাসিকে কলঙ্ক মুক্ত করার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।
এদিন দিনের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ চত্ত্বরে ফুল দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতি শ্রদ্ধা জানান, অধ্যক্ষ মো. আবু ছাইদসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। এরপর বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বতু, সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসাঈনুল আজম, সহকারী অধ্যাপক মালেকা পারভীন, শিক্ষার্থী সুমাইয়া আরিফ প্রমুখ।
এর আগে ৭মার্চের ভাষন উপস্থাপন করেন, শিক্ষার্থী মারিয়া সুলতানা, কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী জান্নাতুল নাঈম ইকরা। এরপর মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক আবু নোমান মো. নাজমুস শাহাদাত।
প্রভাষক কামরুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাউন্সিলর কাজী মনির হোসেন, হাজী কবির হোসেন কাজী, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মনির হোসেন মিঠু, ৭নং ওয়ার্ডের সভাপতি সিরাজুল ইসলাম, ৮নং ওয়ার্ডের সভাপতি কাজী বিল্লাল হোসেন প্রমুখ।
এ সময় কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, বিএম শাখার সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, ভোকেশনাল শাখার সমন্বয়কারী জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক শ্যামল কৃষ্ণ সাহা, শাহজাহান মুন্সী, মমতাজ বেগমসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।