• ঢাকা
  • বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ মার্চ, ২০২০
সর্বশেষ আপডেট : ৩ মার্চ, ২০২০

চাঁদপুর শহরে প্রচণ্ড শীলাবৃষ্টি (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
ছবি-নতুনেরকথা।

নিজস্ব প্রতিনিধি:

আজ মঙ্গলবার সকালে চাঁদপুর শহরে ব্যাপক শীলা বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে রবিশষ্যের ব্যাপক ক্ষতি হয়েছে।

মঙ্গলাবর (৩ মার্চ) সূর্যোর আলো উঠার আগেই আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। কিছুক্ষণ পরে ঝড়ো হাওয়া ও বাতাস। এরপরেই শুরু হয় শিলাবৃষ্টি। ৫-৭ মিনিটি টানা শিলাবৃষ্টি হয়। একই সাথে আকাশে বজ্রপাতের গর্জন। শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শিলাবৃষ্টিতে মুহুর্তে আম গাছের মুকুলগুলো ঝরে পড়ে।

শহরের সড়কগুলোতে সকালের ব্যস্ততা অনেকটা কমে যায়। শিলাবৃষ্টি একটু কমে আসলেও আকাশে বজ্রপাত কমেনি। সকাল ৯টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি শুরু হয়।

এদিকে ঝড়ো হাওয়ার কারণে চাঁদপুর পদ্মা-মেঘনা নদী উত্তাল হয়ে উঠে।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ফোকাস মোহনাকে বলেন, ঝড়ো হাওয়ার কারণে আমরা চাঁদপুর-নারায়নগঞ্জ এর মধ্যে চলাচলকারী ছোট লঞ্চগুলোর চলাচল বন্ধ করে দিয়েছি। বড় যাত্রীবাহী লঞ্চগুলো নিয়মিত চলবে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!