শাহরাস্তিতে গৃহবধু গলা কেটে হত্যার চেষ্টা!

  • আপডেট: ০৮:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
  • ৪৭

শাহরাস্তিতে বটি দা দিয়ে নিজের গলা নিজেই কাটার চেষ্টা করে গৃহবধু শাহিন। বৃহস্পতিবার হাসপাতালে পুলিশের কাছে সে এ কথা স্বীকার করে-ছবি-হাবিবুর রহমান।

মো. হাবিবুর রহমান, শাহরাস্তি॥

চাঁদপুরের শাহরাস্তিতে ব্লেড দিয়ে কেটে ও ব্লেড খাইয়ে দিয়ে গৃহবধুর গলা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কুরকামতা গ্রামে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় ওই গৃহবধুকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার বিবরণে জানা যায়, ঘটনার দিন সকালে ওই গ্রামের বেপারী বাড়ির রাহাতের স্ত্রী শাহীনকে (২৫) অজ্ঞাত দুই দুর্বৃত্ত বসত ঘরের পেছনের দরজা দিয়ে প্রবেশ করে হাত বেঁধে ও মুখে স্কচটেপ দিয়ে পাশবিক নির্যাতনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এক পর্যায়ে ওই গৃহবধু চিৎকার দিতে গেলে তারা ব্লেড ভেঙ্গে তার মুখের ভেতর ঢুকিয়ে দেয় এবং ব্লেড দিয়ে তার গলা কেটে দেয়। সকাল ৯ টার সময় ওই গৃহবধুর শাশুড়ি ছকিনা বেগম ঘরে ঢুকতে গেলে সামনের দরজা বন্ধ দেখে পেছনের দরজা দিয়ে পুত্রবধুকে ডাকতে ডাকতে ঘরে গেলে দেখেন গলাকাটা অবস্থায় চটপট করচে। এ অবস্থায় ছকিনা বেগম চিৎকার দেন। ওই সময় আশপাশের লোকজন ছুটে এসে শাহিনকে হাসপাতালে পাঠায়।

আরো পড়ুন; হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ১৩জনের নমুনা সংগ্রহ

সরেজমিনে ঘটনাস্থলে গেলে ওই বাড়ির লোকজন ঘটনার বর্ণনা দিয়ে আহত গৃহবধুর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সাংবাদিকদের দেখায়। তাতে ওই গৃহবধু জানায়, অজ্ঞাত ২ জন মুখোশ পরা লোক তার ঘরে প্রবেশ করে পাশবিক নির্যাতনের চেষ্টা চালায়। এক পর্যায়ে তার মুখে ব্লেড ঢুকিয়ে ও গলা কেটে এ ঘটনা ঘটায়।

গৃহবধুর শাশুড়ি ছকিনা বেগম জানান, সকাল ৯টার সময় দেড় বছরের নাতি আরাফাতকে (ভিকটিমের পুত্র) দুধ খাওয়ানোর জন্য শাহীনকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে তার ঘরে প্রবেশ করার চেষ্টা করি। সামনের দরজা বন্ধ থাকায় পিছনের দরজা দিয়ে ভিতরে গিয়ে তার গলা কাটা দেখতে পাই। ঘটনার কিছু সময় আগেও সে টিউবয়েলে শিশু পুত্রের জামা কাপড় ও প্লেট বাসন পরিস্কার করেছে।

পার্শবর্তী ঘরের হারেছ (৪৮) জানান, আমি বাড়ির পাশেই কাজ করছিলাম। আমার ছোট মেয়ে ফাহিমার ডাক চিৎকারে ছুটে এসে শাহিনের এই অবস্থা দেখতে পাই।

আরো পড়ুন; হাজীগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত ২জন, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে শিশু

একই বাড়ির মোঃ শাকিল (২০) জানায়, ঘটনার সময় আমি ও আমার বড় ভাই গরুর জন্য খড় প্রস্তুত করছিলাম। শাহীনের ননদ মুক্তার চিৎকারে এসে এ ঘটনা দেখি।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ওই গৃহবধুর সাথে তার নিকটাত্মীয়ের পরকীয়া সম্পর্ক রয়েছে। ঘটনার সাথে এর যোগসূত্র থাকতে পারে। এছাড়া দীর্ঘদিন ধরে পারিবারিক মতোবিরোধ চলছে এবং বেশ কয়েকদিন ধরে সে অসংলগ্ন আচরণ করছিলো।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ আলম জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঘটনাস্থলে পৌঁছাই। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন; হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া করোনায় আক্রান্ত

হাজীগঞ্জ ও কচুয়া সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন বলেন, প্রাথমিক ভাবে ওই গৃহবধুর মুখে স্কচটেপ লাগানোর কোন আলামত পাওয়া যায়নি। কর্তব্যরত চিকিৎসকের সাথে আলাপ করে তার মুখে বা গলার ভিতরে ব্লেড ঢুকানোর আলামত পাওয়া যায়নি। তদন্ত স্বাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

প্রসঙ্গত, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কুরকামতা গ্রামের ইউনুস মিয়ার বড় ছেলে রাহাতের সাথে ৫ বছর পূর্বে শাহরাস্তি পৌরসভার ৯নং ওয়ার্ডের ছিখুটিয়া গ্রামের আবুল কালামের মেয়ে শাহীনের বিবাহ হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

শাহরাস্তিতে গৃহবধু গলা কেটে হত্যার চেষ্টা!

আপডেট: ০৮:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০

মো. হাবিবুর রহমান, শাহরাস্তি॥

চাঁদপুরের শাহরাস্তিতে ব্লেড দিয়ে কেটে ও ব্লেড খাইয়ে দিয়ে গৃহবধুর গলা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কুরকামতা গ্রামে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় ওই গৃহবধুকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার বিবরণে জানা যায়, ঘটনার দিন সকালে ওই গ্রামের বেপারী বাড়ির রাহাতের স্ত্রী শাহীনকে (২৫) অজ্ঞাত দুই দুর্বৃত্ত বসত ঘরের পেছনের দরজা দিয়ে প্রবেশ করে হাত বেঁধে ও মুখে স্কচটেপ দিয়ে পাশবিক নির্যাতনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এক পর্যায়ে ওই গৃহবধু চিৎকার দিতে গেলে তারা ব্লেড ভেঙ্গে তার মুখের ভেতর ঢুকিয়ে দেয় এবং ব্লেড দিয়ে তার গলা কেটে দেয়। সকাল ৯ টার সময় ওই গৃহবধুর শাশুড়ি ছকিনা বেগম ঘরে ঢুকতে গেলে সামনের দরজা বন্ধ দেখে পেছনের দরজা দিয়ে পুত্রবধুকে ডাকতে ডাকতে ঘরে গেলে দেখেন গলাকাটা অবস্থায় চটপট করচে। এ অবস্থায় ছকিনা বেগম চিৎকার দেন। ওই সময় আশপাশের লোকজন ছুটে এসে শাহিনকে হাসপাতালে পাঠায়।

আরো পড়ুন; হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ১৩জনের নমুনা সংগ্রহ

সরেজমিনে ঘটনাস্থলে গেলে ওই বাড়ির লোকজন ঘটনার বর্ণনা দিয়ে আহত গৃহবধুর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সাংবাদিকদের দেখায়। তাতে ওই গৃহবধু জানায়, অজ্ঞাত ২ জন মুখোশ পরা লোক তার ঘরে প্রবেশ করে পাশবিক নির্যাতনের চেষ্টা চালায়। এক পর্যায়ে তার মুখে ব্লেড ঢুকিয়ে ও গলা কেটে এ ঘটনা ঘটায়।

গৃহবধুর শাশুড়ি ছকিনা বেগম জানান, সকাল ৯টার সময় দেড় বছরের নাতি আরাফাতকে (ভিকটিমের পুত্র) দুধ খাওয়ানোর জন্য শাহীনকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে তার ঘরে প্রবেশ করার চেষ্টা করি। সামনের দরজা বন্ধ থাকায় পিছনের দরজা দিয়ে ভিতরে গিয়ে তার গলা কাটা দেখতে পাই। ঘটনার কিছু সময় আগেও সে টিউবয়েলে শিশু পুত্রের জামা কাপড় ও প্লেট বাসন পরিস্কার করেছে।

পার্শবর্তী ঘরের হারেছ (৪৮) জানান, আমি বাড়ির পাশেই কাজ করছিলাম। আমার ছোট মেয়ে ফাহিমার ডাক চিৎকারে ছুটে এসে শাহিনের এই অবস্থা দেখতে পাই।

আরো পড়ুন; হাজীগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত ২জন, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে শিশু

একই বাড়ির মোঃ শাকিল (২০) জানায়, ঘটনার সময় আমি ও আমার বড় ভাই গরুর জন্য খড় প্রস্তুত করছিলাম। শাহীনের ননদ মুক্তার চিৎকারে এসে এ ঘটনা দেখি।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ওই গৃহবধুর সাথে তার নিকটাত্মীয়ের পরকীয়া সম্পর্ক রয়েছে। ঘটনার সাথে এর যোগসূত্র থাকতে পারে। এছাড়া দীর্ঘদিন ধরে পারিবারিক মতোবিরোধ চলছে এবং বেশ কয়েকদিন ধরে সে অসংলগ্ন আচরণ করছিলো।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ আলম জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঘটনাস্থলে পৌঁছাই। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন; হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া করোনায় আক্রান্ত

হাজীগঞ্জ ও কচুয়া সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন বলেন, প্রাথমিক ভাবে ওই গৃহবধুর মুখে স্কচটেপ লাগানোর কোন আলামত পাওয়া যায়নি। কর্তব্যরত চিকিৎসকের সাথে আলাপ করে তার মুখে বা গলার ভিতরে ব্লেড ঢুকানোর আলামত পাওয়া যায়নি। তদন্ত স্বাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

প্রসঙ্গত, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কুরকামতা গ্রামের ইউনুস মিয়ার বড় ছেলে রাহাতের সাথে ৫ বছর পূর্বে শাহরাস্তি পৌরসভার ৯নং ওয়ার্ডের ছিখুটিয়া গ্রামের আবুল কালামের মেয়ে শাহীনের বিবাহ হয়।