মতলব উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের এক ইউনিট বন্ধ, চিকিৎসকসহ ১১জনের নমুনা সংগ্রহ

  • আপডেট: ০৪:০০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
  • ৩৫

চাঁদপুর, ১০ এপ্রিল, শুক্রবার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নারায়নগঞ্জ থেকে আসা একজনের করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় ওই ব্যাক্তির স্ত্রী, আত্মীয়স্বজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, ল্যাব টেকনিশিয়ান, ওয়ার্ড বয়, পিয়নসহ ১১জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালের একটি ইউনিট বন্ধ করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ওই ব্যাক্তি করোনা ভাইরাস আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ। পরে রাত সোয়া ১টায় চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখওয়াত উল্যার নির্দেশে ওই ব্যাক্তি ও তার স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের আইসোলেশন ইউনিটে এনে ভর্তি করা হয়।

আরে পড়ুন: করোনায় ঢাকায় ৩৭ ও নারায়ণগঞ্জে আক্রান্ত ১৬

এর আগে ওই ব্যাক্তি উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের যে ইউনিটে করোনা ভাইরাস নমুনা পরীক্ষা দেয়ার জন্য আসেন সেই ইউনিটের চিকিৎসক, ল্যাব টেকনিশিয়ন, ওয়ার্ড বয়, পিয়ন ও আক্রান্ত ব্যাক্তির স্ত্রীসহ ১১জনের শুক্রবার (১০ এপ্রিল) করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়। একই সাথে তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন সিভিল সার্জন।

আরো পড়ুন: গভীর রাতে বাড়ী বাড়ী এএসপি “আপনারা কেমন আছেন”!

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, করোনা আক্রান্ত মতলব উত্তরের ওই ব্যাক্তি আগমনের পর থেকে কার কার সাথে মেলামেশা করেছে এবং কোথায় কোথায় গিয়েছে সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। ওইসব তথ্য নিশ্চিত হলে সংশ্লিষ্ট ব্যাক্তিদের করোনা ভাইরাস নমুনা সংগ্রহ করা হবে। কাজটি অতি গুরুত্বসহকারে করে যাচ্ছেন প্রশাসন।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানিয়েছেন, মতলব উত্তরের ওই ব্যাক্তির করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর থেকে আমরা তাৎক্ষনিক বেশ কয়েকটি প্রদক্ষেপ গ্রহন করি। বর্তমানে আক্রান্ত ব্যাক্তির শ^শুরবাড়ীতে লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ইউনিট ৭২ ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছে। ওই ইউনিট পরিস্কার পরিচ্ছন্ন কাজ শেষ হলে আবার চালু হবে।

উল্লেখ্য, বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ও মতলব উত্তর উপজেলা আইসোলেশনে ৬জন নারী পুরুষ চিকিৎসাধীন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে চাঁদপুর জেলা লকাডউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

Tag :
সর্বাধিক পঠিত

ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-অর্থ সম্পাদক হাজীগঞ্জের মাহবুব আলম ২ দিনের রিমান্ডে

মতলব উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের এক ইউনিট বন্ধ, চিকিৎসকসহ ১১জনের নমুনা সংগ্রহ

আপডেট: ০৪:০০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০

চাঁদপুর, ১০ এপ্রিল, শুক্রবার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নারায়নগঞ্জ থেকে আসা একজনের করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় ওই ব্যাক্তির স্ত্রী, আত্মীয়স্বজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, ল্যাব টেকনিশিয়ান, ওয়ার্ড বয়, পিয়নসহ ১১জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালের একটি ইউনিট বন্ধ করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ওই ব্যাক্তি করোনা ভাইরাস আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ। পরে রাত সোয়া ১টায় চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখওয়াত উল্যার নির্দেশে ওই ব্যাক্তি ও তার স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের আইসোলেশন ইউনিটে এনে ভর্তি করা হয়।

আরে পড়ুন: করোনায় ঢাকায় ৩৭ ও নারায়ণগঞ্জে আক্রান্ত ১৬

এর আগে ওই ব্যাক্তি উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের যে ইউনিটে করোনা ভাইরাস নমুনা পরীক্ষা দেয়ার জন্য আসেন সেই ইউনিটের চিকিৎসক, ল্যাব টেকনিশিয়ন, ওয়ার্ড বয়, পিয়ন ও আক্রান্ত ব্যাক্তির স্ত্রীসহ ১১জনের শুক্রবার (১০ এপ্রিল) করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়। একই সাথে তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন সিভিল সার্জন।

আরো পড়ুন: গভীর রাতে বাড়ী বাড়ী এএসপি “আপনারা কেমন আছেন”!

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, করোনা আক্রান্ত মতলব উত্তরের ওই ব্যাক্তি আগমনের পর থেকে কার কার সাথে মেলামেশা করেছে এবং কোথায় কোথায় গিয়েছে সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। ওইসব তথ্য নিশ্চিত হলে সংশ্লিষ্ট ব্যাক্তিদের করোনা ভাইরাস নমুনা সংগ্রহ করা হবে। কাজটি অতি গুরুত্বসহকারে করে যাচ্ছেন প্রশাসন।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানিয়েছেন, মতলব উত্তরের ওই ব্যাক্তির করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর থেকে আমরা তাৎক্ষনিক বেশ কয়েকটি প্রদক্ষেপ গ্রহন করি। বর্তমানে আক্রান্ত ব্যাক্তির শ^শুরবাড়ীতে লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ইউনিট ৭২ ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছে। ওই ইউনিট পরিস্কার পরিচ্ছন্ন কাজ শেষ হলে আবার চালু হবে।

উল্লেখ্য, বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ও মতলব উত্তর উপজেলা আইসোলেশনে ৬জন নারী পুরুষ চিকিৎসাধীন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে চাঁদপুর জেলা লকাডউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।