• ঢাকা
  • বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৮ আগস্ট, ২০১৯

‘বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেল পূর্ণ স্বাধীনতা উপভোগ করছে’

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

অনলাইন ডেস্ক:

‘বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেল পূর্ণ স্বাধীনতা উপভোগ করছে।’ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সাথে সাক্ষাৎ করতে যান। এ সময়ে তিনি ওই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সব টেলিভিশন চ্যানেল পূর্ণ স্বাধীনতা উপভোগ করছে।’

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এক সময়ে বাংলাদেশের কেবল একটি টেলিভিশন চ্যানেল, বিটিভি (বাংলাদেশ টেলিভিশন) ছিল এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর এই মিডিয়া শিল্পকে বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করে।’

অ্যাটকো নেতারা জানান, তাঁরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল সম্প্রচার শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের মালিক সালমান এফ রহমান ও তথ্য সচিব আব্দুল মালেক এ সময় উপস্থিত ছিলেন। অ্যাটকোর চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, ইকবাল সোবহান চৌধুরী, মোজাম্মেল হক বাবু, আহমেদ জোবায়ের প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!