• ঢাকা
  • বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০১৯
সর্বশেষ আপডেট : ১৭ আগস্ট, ২০১৯

বিএনপিতে যোগ দিলেন সাবেক পৌর মেয়র করিম

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
notunerkotha.com

গাজীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আবদুল করিম বিএনপিতে যোগ দিয়েছেন। আজ শনিবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন তিনি।

যোগদান অনুষ্ঠানে করিমের সঙ্গে তার অনুসারী শতাধিক জনেরও বিএনপিতে যোগ দেওয়ার কথা জানানো হয়।

এক সময়ের জাতীয় পার্টির নেতা করিম গাজীপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ছিলেন। এরপর সিটি করপোরেশন হওয়ার পর নির্বাচনে তিনি আওয়ামী লীগের সমর্থনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বিএনপিতে যোগ দিয়ে করিম বলেন, “দেশকে এগিয়ে নেওয়ার জন্য, বিগত দিনে যে যে গণতন্ত্র ছিল, সেই গণতন্ত্রকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্যই আজকে আমি এই দলে যোগ দিয়েছি।
বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা এই দুঃসময়ে দলকে যে ধরে রেখেছেন, তা কিসের জন্য? মানুষকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য। এজন্য আমার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই।”

গাজীপুর কোতয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক আজমল হোসেন ভুঁইয়ার পরিচালনায় এই অনুষ্ঠানে স্থানীয় নেতা সিরাজুল হক মোল্লা ও মাহবুব আলমও বক্তব্য রাখেন।

গাজীপুর মহানগর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বসির উদ্দিন বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, জিয়াউল হাসান স্বপন, জাবেদ আহমেদ সুমন, আখতার হোসেন, বসির উদ্দিন, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, আবদুর রহিম খান কালা, সাইফুল ইসলাম টুটুল, আজিজুল হক রাজু মাস্টার, মনিরুল ইসলাম বাবুল, ফারুক হোসেন খান, আবদুল হালিম, হারুন-অর রশিদ, তাইজুল ইসলাম, সাইফুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে গাজীপুরের নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, “সংগঠনের বিকল্প কিছু নেই। সংগঠন থাকলেই আপনি আন্দোলনে সফল হতে পারবেন, সংগঠন থাকলে আপনি নির্বাচনে সফল হতে পারবেন। এই বিষয়টা মনে রাখতে হবে।”

খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “উনি মুক্ত না হলে গণতন্ত্রকে মুক্ত করা যাবে না।”

বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নতুন করে নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!