• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০১৯
সর্বশেষ আপডেট : ৯ অক্টোবর, ২০১৯

ছেঙ্গারচর পৌর ১নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌর আওয়ামী যুবলীগের ১নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলাউদ্দিন বেপারী।
উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জির পরিচালনায় বক্তৃকা করেন- ছেঙ্গারচর পৌর আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামান সরকার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, আওয়ামী লীগ নেতা আবু জাফর সরকার ডালিম, পৌর আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, পৌর যুবলীগের সদস্য শাহিনুর বেপারী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালী প্রমুখ।
এ সময় আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া সরকার, গোলাম হোসেন সরদার, ছানা উল্লাহ মেম্বার, শহীদ উল্লাহ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আল-আমিন সরকার, যুবলীগ নেতা আলমগীর মোল্লা, ওমর খান, পৌর শ্রমিকলীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা শাহিন, ফয়েজ আহমেদ, ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম, ছাত্রলীগ নেতা হারুন, নুর নবী, কাইয়ুম, ফাহিম’সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন সরকার।
সভার দ্বিতীয় অধিবেশনে ছেঙ্গারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামান সরকারের সঞ্চালনায় ১নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. শান্ত সরকার, মো. শাহানুর বেপারী ও আলাউদ্দিন বেপারী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মাহবুব হোসেন ও ইব্রাহিম খলিল ফরাজি।
সভা শেষে সরকারের উন্নয়ন কাজে অপপ্রচার ও পায়তারাকারীদের বিরুদ্ধে ছেঙ্গারচর পৌর যুবলীগের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করা হয়। ছেঙ্গারচর বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর
error: Content is protected !!