সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে মেধাবী জাতির বিকল্প নেই : প্রকৌ. মোহাম্মদ হোসাইন

  • আপডেট: ০৩:১১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
  • ২৩

রেজাউল করিম নয়ন:

সৃজনশীল প্রতিভা বিকাশে সুনিপন সোপান’ এই শ্লোগানকে সামনে রেখে শাহরাস্তি উপজেলায় শহীদ-হালিম লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের(পাওয়ার সেল) মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করেন।

শাহরাস্তি উপজেলার সূচীপাড়া ডিগ্রী কলেজ হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে এ সংবর্ধনা (সনদপত্র, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার) প্রদান করা হয়। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে শহীদ-হালিম লিয়াকত স্মৃতি সংসদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন বলেন, সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে মেধাবী জাতির বিকল্প নেই। এজন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী, সৃজনশীল ও বহুমুখী ব্যবস্থাগ্রহণ করেছেন। ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত শিক্ষক ও কারিকুলাম প্রদান, শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের বৃত্তি ও বিনামূলে বই প্রদান এবং কারিগরি শিক্ষার প্রসার করা হয়েছে। যা এখনো চলমান রয়েছে।

শহীদ-হালিম লিয়াকত স্মৃতি সংসদের উপজেলা পরিচালক নূরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তরা রোটারীক্লাবের প্রেসিডেন্ট ও ট্রাস্ট ব্যাংকের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার সহ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলো।

Tag :
সর্বাধিক পঠিত

গুপ্টিতে আদালতের আদেশ অমান্য করে চলাচলের রাস্তায় ওয়াল নির্মাণ করায় ফরিদগঞ্জ থানা রিসিভার গ্রহণ করে

সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে মেধাবী জাতির বিকল্প নেই : প্রকৌ. মোহাম্মদ হোসাইন

আপডেট: ০৩:১১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯

রেজাউল করিম নয়ন:

সৃজনশীল প্রতিভা বিকাশে সুনিপন সোপান’ এই শ্লোগানকে সামনে রেখে শাহরাস্তি উপজেলায় শহীদ-হালিম লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের(পাওয়ার সেল) মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করেন।

শাহরাস্তি উপজেলার সূচীপাড়া ডিগ্রী কলেজ হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে এ সংবর্ধনা (সনদপত্র, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার) প্রদান করা হয়। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে শহীদ-হালিম লিয়াকত স্মৃতি সংসদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন বলেন, সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে মেধাবী জাতির বিকল্প নেই। এজন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী, সৃজনশীল ও বহুমুখী ব্যবস্থাগ্রহণ করেছেন। ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত শিক্ষক ও কারিকুলাম প্রদান, শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের বৃত্তি ও বিনামূলে বই প্রদান এবং কারিগরি শিক্ষার প্রসার করা হয়েছে। যা এখনো চলমান রয়েছে।

শহীদ-হালিম লিয়াকত স্মৃতি সংসদের উপজেলা পরিচালক নূরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তরা রোটারীক্লাবের প্রেসিডেন্ট ও ট্রাস্ট ব্যাংকের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার সহ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলো।