শাহরাস্তি প্রতিনিধি:
শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজকে জাতীয়করণের আশ্বাস দিলেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজটির নব নির্মিত ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষনা দেন।
প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য বলেন, আমি খুশি করার জন্য কথা বলিনা, আমি সরকারকে জানাবো কলেজটি যাতে জাতীয়করণ করা হয়। কলেজটি ভবিষ্যতে অবশ্যই জাতীয় করণ করা হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ব্যাপক উন্নয়ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রি এবং এলাকার জনগনের সহযোগিতায় এতো উন্নয়ন করা সম্ভব হয়েছে।
তিনি উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, শুধু ডাকাতিয়া নদীর উপর ৮ টি ব্রিজ নির্মান হয়েছে, ছোট-বড় সাড়ে ৬ শত ব্রিজ কালর্ভাট করেছি সাড়ে ৬ শ’ কিলোমিটার রাস্তা পাকা করেছি। আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা আগে খাল কাটতে হবে, পরে ব্রিজ নির্মাণ করতে হবে। উপজেলার প্রধান দুটি সড়ক ১ শত ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মান করা হচ্ছে, যা শাহরাস্তির ইতিহাসে আর কখনো হয় নি ।
তিনি শিক্ষার্থীদের উদেশ্যে বলেন, আমাদের স্বপ্ন তোমাদের জন্য একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়া। তোমাদের ভবন দিয়েছি, বই দিয়েছি, পর্যাপ্ত ভালোবাসা দিয়েছি। তোমরা দেশত্রেম বুকে ধারণ করে জ্ঞান অর্জন করে নিজকে যোগ্য প্রমান করতে হবে।
কলেজ গর্ভনিং বডির সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় সভাপতি সাহাব উদ্দিন পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদ উল্লাহ চৌধুরী, পৌর মেয়র হাজি আব্দুল লতিফ, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মুকবুল হোসাঈন।
অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যার কামরুন্নাহার কাজল, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, ইউপি চেয়ারম্যান মোস্তফা মজুমদার, ওমর ফারুক দর্জি, মনির হোসেন, আবু হানিফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল প্রমূখ।