হাজীগঞ্জে ওয়ার্ল্ড ভিশন ডিজিটাল নেটওয়ার্কের উদ্বোধন
গাজী মহিনউদ্দিন॥
মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়ণ ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে গ্রাম গঞ্জে ছড়িয়ে দিতে হবে। আওয়ামীলীগ সরকারই দেশে সবচেয়ে বেশী টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে। তাই সরকারের উন্নয়ণ অগ্রগতি তুলে ধরার আহবান জানান তিনি।
শুক্রবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জে ওয়ার্ল্ড ভিশন ডিজিটাল ভিশন নেটওয়ার্কের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ
সময় তিনি আরো বলেন, দেশের সবকিছুই এখন ডিজিটাল হয়েছে। এটা আওয়ামীলীগ সরকারের অবদান। ঘরে ঘরে ফোর জি। এর মাধ্যমে মানুষ সহযে দেশ-বিদেশে যোগাযোগ করতে পারছে। অল্প টাকায় মোবাইল ফোনে কথা বলতে পারছে। এ সবগুলো শেখ হাসিনার দূরদর্শিতার কারণে সম্ভব হচ্ছে।
তিনি বলেন, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছে। একটি সুন্দর আগামীর বাংলাদেশ আমাদের সকলের প্রত্যাশা।
তিনি বিশ^ পরিবেশ নিয়ে বলেন, এমন সময় আসবে বিশে^র অনেক বড় বড় শহর ডুবে যাবে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ডুবে যাওয়ার কথা বলছে বিজ্ঞানীরা। তাই ইন্দোনেশিয়ার তাদের রাজধানী সরানোর পরিকল্পনা করছে।
তিনি বলেন, শুধু জাকার্তাই নয়, আমেরিকা, সাউথ আফ্রিকা, বাংলাদেশ, ভারত, মিয়ানমারের অনেক অঞ্চল পরিবেশ ধবংসের কারণে ডুবে যাবে। তাই পরিবেশের দিকও সকলকে লক্ষ রাখতে হবে।
ওয়ার্ল্ড ভিশন ডিজিটাল নেটওয়ার্কের এমডি রেজওয়ানুল নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও উদ্বোধনীয় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন ডিজিটাল নেটওয়ার্কের চেয়ারম্যান শহীদ উল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন, উপজেলা নির্বাহী বৈশাখী বড়–য়া, জেলাপরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও উপজেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক হাজী জসিম, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাফেজ মোস্তফা কামাল প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহমদ খসরু, মহিলা ভাইস-চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি, থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর আহবায়ক হায়দার পারভেজ সুজন, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় ঢাকা ও চাঁদপুর থেকে আগত বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের প্রতিনিধি, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ-সহযোগ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং কয়েক শতাধিক স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।