• ঢাকা
  • বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ মে, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৯ মে, ২০১৯

পবিত্র রমজান মাসেও ঘুষ খাওয়া বন্ধ করতে পারছিনা : মুহম্মদ শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ফরিদগঞ্জ প্রতিনিধি :
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য এমপি মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, সিয়াম সাধনার মাস মাহে রমজান। এই মাসে আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করি। ইসলাম ধর্মে লেখা আছে ঘুষ, সুদ, মাদক, সন্ত্রাস জঙ্গিবাদকে আস্ত্রয় প্রশয় না দেয়া। ঘুষ খাওয়া হারাম হলেও পবিত্র এই মাসেও আমরা এর থেকে বিরত থাকতে পারি না। আমাদের উচিত ধর্মকে সঠিক ভাবে পালন করে একটি আদর্শ জীবন ধারণ করা। দেশকে ভালবেসে দেশের স্বার্থে নিজেকে বিলিয়ে দেয়া। নিজেদের আখের গোছানোর নামে ঘুষ খেয়ে ধর্মীয় অনুশাসন থেকে নিজেকে দুরে রাখার সাথে সাথে দেশের ক্ষতি যারা করছেন, তারা সাবধান হয়ে যান।
ফরিদগঞ্জ উপজেলায় সকদিরামপুর চান্দ্রা দরবার শরীফে আজিমুশ^ান বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলবার একথা বলেন। তিরাখেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান। মুসল্লীদের উদ্দেশ্যে বলেন পবিত্র মাহে রমজান মাসে ঘুস খাওয়া হারাম। অথচ আমরা রমজান মাসে ঘুস খাওয়া থেকে বিরত থাকতে পারি না। দরবার শরীফের পীর মোহাম্মদ হুজ্জাতুল্লাহ নক্শবন্দী মুজাদ্দেদী সাইফির সভাপতিত্বে মাহফিল পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, থানা অফিসার ইনচার্জ আঃ রকিব,অ্যাড. জসীমউদ্দিন পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য খাজে আহাম্মদ মজুমদার, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সাউদ, ছাত্র লীগের সহসভাপতি হেলাল উদ্দিন ।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!