মেসি ছাড়াই মেক্সিকোর জালে আর্জেন্টিনার চার গোল

  • আপডেট: ০৬:২৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯
  • ১৫

ক্রীড়া ডেস্ক:

লিওনেল মেসিদের মতো তারকা ফরোয়ার্ড ছাড়াই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত হওয়া এ ম্যাচে হ্যাটট্রিক করেন লাউতারো মার্তিনেস। আর অপর গোলটি করেন লিয়ান্দ্রো পারেদেস।

খেলার ১৭তম মিনিটেই লিওনেল স্ক্যালোনির দলকে এগিয়ে দেন ইন্টার মিলানের তরুণ ফরোয়ার্ড মার্তিনেস। মাত্র পাঁচ মিনিট পর আবারও জালের দেখা পান তিনি। খেলার প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৪১তম মিনিটে নিজের তৃতীয় ও দলের চতুর্থ গোলটি করেন মার্তিনেস। এর আগে ৩৩তম মিনিটে পেনাল্টি থেকে একটি গোল করেন পারেদেস।

প্রথমার্ধেই ৪-০ গোলে পিছিয়ে পড়ে বিধ্বস্ত হলেও দ্বিতীয়ার্ধে আর বল জালে জড়াতে দেয়নি মেক্সিকো। শক্ত প্রতিরোধ গড়তে সক্ষম হলেও ব্যবধান কমাতে পাড়েনি তারা।

Tag :
সর্বাধিক পঠিত

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পর যা করতে পারবে সেনাবাহিনী

মেসি ছাড়াই মেক্সিকোর জালে আর্জেন্টিনার চার গোল

আপডেট: ০৬:২৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯

ক্রীড়া ডেস্ক:

লিওনেল মেসিদের মতো তারকা ফরোয়ার্ড ছাড়াই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত হওয়া এ ম্যাচে হ্যাটট্রিক করেন লাউতারো মার্তিনেস। আর অপর গোলটি করেন লিয়ান্দ্রো পারেদেস।

খেলার ১৭তম মিনিটেই লিওনেল স্ক্যালোনির দলকে এগিয়ে দেন ইন্টার মিলানের তরুণ ফরোয়ার্ড মার্তিনেস। মাত্র পাঁচ মিনিট পর আবারও জালের দেখা পান তিনি। খেলার প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৪১তম মিনিটে নিজের তৃতীয় ও দলের চতুর্থ গোলটি করেন মার্তিনেস। এর আগে ৩৩তম মিনিটে পেনাল্টি থেকে একটি গোল করেন পারেদেস।

প্রথমার্ধেই ৪-০ গোলে পিছিয়ে পড়ে বিধ্বস্ত হলেও দ্বিতীয়ার্ধে আর বল জালে জড়াতে দেয়নি মেক্সিকো। শক্ত প্রতিরোধ গড়তে সক্ষম হলেও ব্যবধান কমাতে পাড়েনি তারা।