রাজবাড়ীর পাংশা উপজেলায় এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে মৌরাটের বাগদুলী বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে
নিহত শওকত আলী মণ্ডল মৌরাট ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাগদুলী গ্রামের মৃত নজির আলী মণ্ডলের ছেলে।
প্রতক্ষদর্শীরা জানিয়েছে, শওকত আলী রাতে বাদুলী বাজারের একটি ফার্মেসিতে বসে ছিলেন। এমন সময় একদল লোক সেখানে এসে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে পালিয়ে যায়।
বাজারের লোকজন রক্তাক্ত শওকতকে পাংশা হাসাপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পরামর্শ দেন। ফরিদপুরে নেওয়ার পর রাত ৩ টার দিকে মারা যান এই ইউপি সদস্য।
পাংশা থানার ওসি আহসান উল্লাহ বলেন, পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।