গাজী মহিনউদ্দিন:
হাজীগঞ্জে স্ত্রীর তালাকের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ৩১ আগস্ট শনিবার উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্বামীকে মারধর করে স্ত্রীর তালাকের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
হাজীগঞ্জ থানায় অভিযোগ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ধেররা পাটওয়ারী বাড়ির মৃত বজলুল গনি পাটওয়ারীর ছেলে মো. শাহীন পাটওয়ারীর সাথে একই উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নোয়া পাড়া ভূঁইয়া বাড়ির হাবিব ভূঁইয়ার মেয়ে হাবিবা আক্তারের সাথে বিবাহ বিচ্ছেদ কালে ইউনিয়ন কার্যালয়ের শ^শুর বাড়ির লোকজনের মারধরের শিকার হয় শাহিন পাটওয়ারী ও তার পক্ষের লোকজন।
এসময় শাহিন পাটওয়ারীকে মারধর করে তার সাথে থাকা ১লক্ষ ২৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় তার শাহীনের শালা মাদকসেবী এরশাদ ও তার ভাই খোরশেদ আলম, সুমন ভূঁইয়া।
এ ঘটনায় শাহীন পাটওয়ারীর বড় ভাই ও বলাখাল সিএনজি ড্রাইভার মালিক সমিতির সভাপতি মো. লিটন পাটওয়ারী বাদী হয়ে হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে।
লিটন পাটওয়ারী বলেন, আমার ছোট ভাই মো. শাহীন পাটওয়ারীর শ^শুর বাড়ির লোকজন দীর্ঘদিন যাবত আমার ভাইয়ের উপর নির্যাতন চালিয়ে আসছে। এ বিষয়ে বহু দেন-দরবার করা হয়েছে। শাহীনের স্ত্রী হাবীবা তার ভাই এবং পরিবারের কু-পরামর্শে বিবাহ বিচ্ছেদে রাজি হয়। বিবাহ বিচ্ছেদের পূর্বে কাবিন নামার পাওনা দেনমোহর বাবদ ১লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে ইউনিয়ন পরিষদে হাজির হই।
ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা স্বপনের উপস্থিতিতে শালিসী বৈঠকের এক পর্যায়ে কোন কিছু বুঝে উঠার আগেই এরশাদ ভূঁইয়ার নেতৃত্বে তার ভাই খোরশেদ, সুমন ও তার বাবা হাবিব ভূঁইয়া অর্তকিত হামলা চালায়। এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় শাহীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। প্রশাসনের কাছে আমরা এ সুষ্ঠ বিচার দাবী করছি।