হাজীগঞ্জে বিয়ে বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে মরলো কলেজ ছাত্র

  • আপডেট: ০৩:১৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯
  • ৩১

শাহানা আকতার:

রাজধানীর মিরপুর এলাকার একটি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র শাওন (২৩) হাজীগঞ্জে পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে হরিপুর গ্রামের বেপারী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। শাওন একটি বিয়ের অনুষ্ঠানে গ্রামের বাড়ি হরিপুরে আসে। শাওন ওই বাড়ির কবির হোসেনের একমাত্র ছেলে। তারা সপরিবারে রাজধানীতে বসবাস করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির পুকুরে গোসল করতে যায় শাওন। কিন্তু প্রায় আধাঘণ্টা সময় পার হলেও ঘরে ফিরে না আসায়, পরিবারের লোকজনের তাকে খুঁজতে বের হন। পরবর্তীতে পুকুরের পানি থেকে শাওনকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাওন সাঁতার না জানার কারণে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নিহতের পরিবার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম বলেন, হাসপাতালে আনার পূর্বেই শাওন নামক যুবকের মৃত্যু হয়েছে। হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুর রশিদকে পাঠানো হয়েছে। আমরা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

Tag :
সর্বাধিক পঠিত

দ্রুতই সমাজে অশান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে : ডিসি চাঁদপুর

হাজীগঞ্জে বিয়ে বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে মরলো কলেজ ছাত্র

আপডেট: ০৩:১৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯

শাহানা আকতার:

রাজধানীর মিরপুর এলাকার একটি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র শাওন (২৩) হাজীগঞ্জে পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে হরিপুর গ্রামের বেপারী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। শাওন একটি বিয়ের অনুষ্ঠানে গ্রামের বাড়ি হরিপুরে আসে। শাওন ওই বাড়ির কবির হোসেনের একমাত্র ছেলে। তারা সপরিবারে রাজধানীতে বসবাস করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির পুকুরে গোসল করতে যায় শাওন। কিন্তু প্রায় আধাঘণ্টা সময় পার হলেও ঘরে ফিরে না আসায়, পরিবারের লোকজনের তাকে খুঁজতে বের হন। পরবর্তীতে পুকুরের পানি থেকে শাওনকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাওন সাঁতার না জানার কারণে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নিহতের পরিবার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম বলেন, হাসপাতালে আনার পূর্বেই শাওন নামক যুবকের মৃত্যু হয়েছে। হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুর রশিদকে পাঠানো হয়েছে। আমরা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।