মেসির জন্য আরো ১ সপ্তাহ অপেক্ষা করতে হবে বার্সেলোনা

  • আপডেট: ০১:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯
  • ১৭

অনলাইন ডেস্ক:

লা লিগায় আজ রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে চোট কাটিয়ে মাঠে ফিরতে পারেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। পায়ে চোট থাকায় বার্সেলোনার কোনো প্রাক-মৌসুম ম্যাচে তিনি খেলেননি। পুরো সুস্থ না হলে আরও এক সপ্তাহ পরে হয়তো তাকে খেলতে দেখা যাবে।

বুধবার মেসি অনুশীলন শুরু করেছেন। যে কারণে তাকে ঘিরে তৈরি হয়েছে প্রত্যাশা। লা লিগায় হ্যাটট্রিক শিরোপা জয়ের অভিযানে নেমে বার্সা প্রথম ম্যাচেই অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে ধাক্কা খেয়েছে। জেরার্ড পিকের মতো অভিজ্ঞ তারকারা তাই বেটিস ম্যাচকেও গুরুত্ব দিচ্ছেন।

পিকে বলেছেন, ‘স্যান মেমসে খেলে বিলবাওকে হারিয়ে আসা সহজ নয়। আমরাও পারিনি। একটাই ভালো ব্যাপার যে, বেটিসের বিপক্ষে ন্যুক্যাম্পে খেলবে। ওরাও প্রথম ম্যাচ হেরেছে। জিততে ওরাও মরিয়া থাকবে। এই ম্যাচটাও কঠিন।’

বার্সার নতুন ফরাসি ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজমান বলেছেন, ‘লা লিগা খুব কঠিন একটা লড়াই। আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’ মেসি না খেললে আজ বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দেকে অনেকটাই নির্ভর করতে হবে ফরাসি তারকার ওপর। কারণ চোটের ছোবলে আগেই ছিটকে গেছেন লুইস সুয়ারেজ ও উসমান ডেম্বেলে।

Tag :
সর্বাধিক পঠিত

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পর যা করতে পারবে সেনাবাহিনী

মেসির জন্য আরো ১ সপ্তাহ অপেক্ষা করতে হবে বার্সেলোনা

আপডেট: ০১:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯

অনলাইন ডেস্ক:

লা লিগায় আজ রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে চোট কাটিয়ে মাঠে ফিরতে পারেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। পায়ে চোট থাকায় বার্সেলোনার কোনো প্রাক-মৌসুম ম্যাচে তিনি খেলেননি। পুরো সুস্থ না হলে আরও এক সপ্তাহ পরে হয়তো তাকে খেলতে দেখা যাবে।

বুধবার মেসি অনুশীলন শুরু করেছেন। যে কারণে তাকে ঘিরে তৈরি হয়েছে প্রত্যাশা। লা লিগায় হ্যাটট্রিক শিরোপা জয়ের অভিযানে নেমে বার্সা প্রথম ম্যাচেই অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে ধাক্কা খেয়েছে। জেরার্ড পিকের মতো অভিজ্ঞ তারকারা তাই বেটিস ম্যাচকেও গুরুত্ব দিচ্ছেন।

পিকে বলেছেন, ‘স্যান মেমসে খেলে বিলবাওকে হারিয়ে আসা সহজ নয়। আমরাও পারিনি। একটাই ভালো ব্যাপার যে, বেটিসের বিপক্ষে ন্যুক্যাম্পে খেলবে। ওরাও প্রথম ম্যাচ হেরেছে। জিততে ওরাও মরিয়া থাকবে। এই ম্যাচটাও কঠিন।’

বার্সার নতুন ফরাসি ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজমান বলেছেন, ‘লা লিগা খুব কঠিন একটা লড়াই। আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’ মেসি না খেললে আজ বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দেকে অনেকটাই নির্ভর করতে হবে ফরাসি তারকার ওপর। কারণ চোটের ছোবলে আগেই ছিটকে গেছেন লুইস সুয়ারেজ ও উসমান ডেম্বেলে।