কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে আরো ১ ভারতীয় সেনা নিহত

  • আপডেট: ১১:০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯
  • ৫৩

আন্তর্জাতিক ডেস্ক:

কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যে সীমান্তে ফের সংঘর্ষে জড়িয়েছে ভারত-পাকিস্তান। শনিবার সকালে পাকিস্তানি সেনাদের গুলিতে এক সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ভারত।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, শনিবার রাজৌরি জেলার নওসেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালায় পাক সেনাবাহিনী।

ভারতীয় বাহিনীর দাবি, সকাল সাড়ে ৬টার দিকে সীমান্তের ওপার থেকে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণ করে পাক সেনারা। এ সময় মর্টাল শেল নিক্ষেপ করা হয়েছে বলেও ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। নিহত সেনা সদস্য দেহরাদুনের বাসিন্দা ন্যান্সনায়েক সন্দীপ থাপা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নওসেরা সেক্টরে দুই পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলছিল।

এর আগে গত বৃহস্পতিবার ভারতীয় সেনাদের গুলিতে ৩ পাকিস্তানি সৈন্য নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনী গুলি ছোড়ার পর পাকিস্তানি সেনারা পাল্টা আক্রমণ চালিয়েছে। এর ফলে পাঁচজন ভারতীয় সেনা নিহত ও বহু আহত হয়েছে।

এ ছাড়া ভারতীয় বাহিনীর বাঙ্কারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। তবে সেনা নিহতের বিষয়টি অস্বীকার করেছিল ভারত।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে আরো ১ ভারতীয় সেনা নিহত

আপডেট: ১১:০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক:

কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যে সীমান্তে ফের সংঘর্ষে জড়িয়েছে ভারত-পাকিস্তান। শনিবার সকালে পাকিস্তানি সেনাদের গুলিতে এক সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ভারত।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, শনিবার রাজৌরি জেলার নওসেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালায় পাক সেনাবাহিনী।

ভারতীয় বাহিনীর দাবি, সকাল সাড়ে ৬টার দিকে সীমান্তের ওপার থেকে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণ করে পাক সেনারা। এ সময় মর্টাল শেল নিক্ষেপ করা হয়েছে বলেও ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। নিহত সেনা সদস্য দেহরাদুনের বাসিন্দা ন্যান্সনায়েক সন্দীপ থাপা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নওসেরা সেক্টরে দুই পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলছিল।

এর আগে গত বৃহস্পতিবার ভারতীয় সেনাদের গুলিতে ৩ পাকিস্তানি সৈন্য নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনী গুলি ছোড়ার পর পাকিস্তানি সেনারা পাল্টা আক্রমণ চালিয়েছে। এর ফলে পাঁচজন ভারতীয় সেনা নিহত ও বহু আহত হয়েছে।

এ ছাড়া ভারতীয় বাহিনীর বাঙ্কারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। তবে সেনা নিহতের বিষয়টি অস্বীকার করেছিল ভারত।