নিজস্ব প্রতিবেদক:
হাজীগঞ্জ উপজেলা ও পৌর তাঁতীলীগের আয়োজনে জাতীয় শোকদিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ বাজারের খাওয়া দাওয়া হোটেলের উপরে তাঁতীলীগের কার্যালয়ে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা তাঁতীলীগের আহবায়ক মো. আলী আজগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তাঁতীলীগের আহবায়ক মো. জামাল হোসেন।
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলী।
উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব মো. সরোয়ার হোসেন মজুমদারের পরিচালনায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা তাঁতীলীগের সিনিয়র সহ- সভাপতি এড. সুমন দেবনাথ, যুগ্ম আহবায়ক দীলিপ কুমার, হাজী আইয়ুব আলী, হাজীগঞ্জ পৌর তাঁতীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক হাজী মো. আকতার হোসেন হাওলাদার, হাজী বিল্লাল হোসেন, মো. কাইয়ুম খাঁন ও সদস্য সচিব সাইফুল ইসলাম মিয়াজী প্রমুখ।
উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলা ও পৌর তাঁতীলীগের পৃথকভাবে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে নতুন উদ্যমে তাঁতীলীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।