ঈদের দিনে হাজীগঞ্জের পাতানিশের লিটন তালুকদার নিখোঁজ

  • আপডেট: ০৪:২৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯
  • ৫০

নিজস্ব প্রতিবেদক:

ঈদের দিনে হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামের লিটন তালুকদার নিখোঁজ হয়েছে। উৎকন্ঠায় স্ত্রী ও পরিবারের লোকজন। জানাগেছে, হাজীগঞ্জ উপজেলার পাতানিশ তালুুকদার বাড়ির কাঠমিস্ত্রী লিটন তালুকদার ১২ আগষ্ট সোমবার ঈদের দিন নিজ বাড়িতে কোরবানীর গরুর মাংশ কাটা শেষে ,বাড়ির পাশে পাতানিশ বাজারে চা খাইতে গিয়ে আর বাড়ি ফিরে নাই।

৫৫ বছর বয়সী কাঠমিস্ত্রী লিটন তালুকদারের স্ত্রীসহ পরিবারের সদস্যগন তার জন্যে চরম উৎকন্ঠায় দিনাতিপাত করছে এবং তার বাড়িতে ফিরে আসার প্রহর গুনছে।লিটন তালুকদার বাড়ি থেকে যাওয়ার সময় তার পড়নে সাদা ডোরাকাটা লুঙ্গি ও গায়ে সাদা রংয়ের শার্ট পরিহিত ছিল।

লিটন তালুকদার চাঁদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার উচ্চতা: ৫ফুট৩ইঞ্চি,গায়ের রং : শ্যামলা,মুখমন্ডল:গোলাকার। আশ পাশের বাড়ি, আত্মীয়স্বজনসহ সব জায়গায় খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে তার বড় ছেলে রুবেল ১৩ আগষ্ট মঙ্গলবার হাজীগঞ্জ থানায় একটি নিখোজ ডায়েরী দায়ের করে যার নং ৫৪২।

কেউ সন্ধান পেলে তার ছেলে রুবেলের ০১৮৩৮-০৪৯৫৫৪ নাম্বারে যোগাযোগ করার জন্যে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

কক্সবাকক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা

ঈদের দিনে হাজীগঞ্জের পাতানিশের লিটন তালুকদার নিখোঁজ

আপডেট: ০৪:২৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯

নিজস্ব প্রতিবেদক:

ঈদের দিনে হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামের লিটন তালুকদার নিখোঁজ হয়েছে। উৎকন্ঠায় স্ত্রী ও পরিবারের লোকজন। জানাগেছে, হাজীগঞ্জ উপজেলার পাতানিশ তালুুকদার বাড়ির কাঠমিস্ত্রী লিটন তালুকদার ১২ আগষ্ট সোমবার ঈদের দিন নিজ বাড়িতে কোরবানীর গরুর মাংশ কাটা শেষে ,বাড়ির পাশে পাতানিশ বাজারে চা খাইতে গিয়ে আর বাড়ি ফিরে নাই।

৫৫ বছর বয়সী কাঠমিস্ত্রী লিটন তালুকদারের স্ত্রীসহ পরিবারের সদস্যগন তার জন্যে চরম উৎকন্ঠায় দিনাতিপাত করছে এবং তার বাড়িতে ফিরে আসার প্রহর গুনছে।লিটন তালুকদার বাড়ি থেকে যাওয়ার সময় তার পড়নে সাদা ডোরাকাটা লুঙ্গি ও গায়ে সাদা রংয়ের শার্ট পরিহিত ছিল।

লিটন তালুকদার চাঁদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার উচ্চতা: ৫ফুট৩ইঞ্চি,গায়ের রং : শ্যামলা,মুখমন্ডল:গোলাকার। আশ পাশের বাড়ি, আত্মীয়স্বজনসহ সব জায়গায় খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে তার বড় ছেলে রুবেল ১৩ আগষ্ট মঙ্গলবার হাজীগঞ্জ থানায় একটি নিখোজ ডায়েরী দায়ের করে যার নং ৫৪২।

কেউ সন্ধান পেলে তার ছেলে রুবেলের ০১৮৩৮-০৪৯৫৫৪ নাম্বারে যোগাযোগ করার জন্যে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।