নিজস্ব প্রতিনিধি:
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে সারাদেশে চলমান ডেঙ্গু জ্বর আতঙ্কে করণীয় প্রসঙ্গে জনসচতনতা, গলা কাটা ও ছেলে ধরা গুজব রোধ ও কোরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাই করতে জনসচেতনতার লক্ষে শুক্রবার জুময়ার নামাজের খুতবার পূর্বে সংক্ষিপ্তি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভুমি) মো. জিয়া উল ইসলাম চৌধুরী।
তিনি জানান, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেস ১৪জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ১০জন চিকিৎসা নিয়ে চলে গেছে। আরো ৪জন ভর্তি আছে।
তিনি বলেন, ডেঙ্গ নিয়ে আতঙ্কের কিছু নেই। আমার পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বাড়ীর আঙ্গিনা ও ঝোঁপঝাড় পরিস্কার রাখতে হবে। তাহলে ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া যাবে।
তিনি বলেন, ছেলে ধরা ও গলা কাটা একটি গুজ্ব এটি রোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। গুজবে কান দেয়া যাবেনা।
তিনি পবিত্র ঈদুল ফিতরের পশু কোরবানি নিয়ে বলেন, রাস্তার পাশে বা রাস্তায় পশু কোরবানি দেয়া যাবেনা। যত্র-তত্র কোরবানির পশুর বর্জ ফেলানো যাবেনা। নির্দিষ্ট স্থানে কোরবানি পশু জবাই করতে হবে এবং এর বর্জ নির্ধারিত স্থানে ফেলতে হবে।