চাঁদপুর সদরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মো. বকুল হোসেন (২৩) নামে ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) ভোরে মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। সে এবং তার সাথে থাকা আরও দুই ডাকাত সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল ডাকাতি ঘটনায় জড়িত ছিল।
পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যাক্তিকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।