হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কমিটির নির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ ও আজীবন সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দেশগাঁও ডিগ্রী কলেজ হলরুমে এ সংবর্ধনা ও কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২০২৪ সালে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল , ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায উত্তীর্ন শিক্ষার্থী, এসএসসি, এইচএসসি ও দাখিলে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে সংম্বর্ধনা দেয়া হয়। এ সংগঠনের আয়োজনে এলাকার মোট ১৩৭ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়া হয়েছে।
সাংগঠনিক সম্পাদক আহম্মদ খানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. মো: ইকবালুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহ মিরান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক আলমগীর হোসেন বাহার, ড.মো শফিকুল ইসলাম, ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রেজওয়ানুল হাসান টিটু, সাধারন সম্পাদক সাবেক প্রভাষক আলহাজ্ব মো: আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম খাঁন, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন, অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া, ফাউন্ডেশনের নির্বাহী সদস্যদের মধ্যে লায়ন জি.এম ইমাম হোসাইন ইমন, মোহাম্মদ শাহজালাল খান, দীন মোহাম্মদ মারুফ, মো বেলায়েত হোসেন মুন্সি,মো আজাদ হোসেন সহ সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, দেশগাঁও ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজহারুল কবির প্রমমুখ।
এ সময় ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য, কার্যকারি কমিটির সম্পাদকবৃন্দ,ও আজীবন সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়। এ সময় তাদেরকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়েছে। অনুষ্ঠানে স্বরনীকা দীপ্ত প্রত্যয়ের মোড়ক উম্মোচন ও শপথবাক্য পাঠ করা হয়। শেষে পর্বে প্রফেসর আলমগীর হোসেন বাহার ও সালাউদ্দিন ভূঁইয়ার পরিবেশনায় সংগীত পরিবেশন করা হয়।