হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার (১৬ ফেব্রæয়ারী) বিকালে ইউনিয়ন পর্যায়ে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ইউনিয়নের ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্কুল কমিটির সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী। এসময় তিনি সকলের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধড্ডা হাফিজিয়া মাদ্রাসা ও ধড্ডা বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি মো. দেলোয়ার হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক স¤পাদক ও সমাজসেবক মো. মোশারফ হোসেন স্বপন।
অতিথি হিসেবে এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার, সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মাসুদ আলম খাঁন, বিএনপি নেতা আলমগীর হোসেন মেম্বার, ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যারয়ের জমিদাতা সদস্য নাছিম চৌধুরী প্রমুখ।
দক্ষিন ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামছুদ্দিন পাটওয়ারীর উপস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দক্ষিণ-পশ্চিম ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান কাঁঠালী সরকারি প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক নাছিমা আক্তারসহ ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও এলাকার গণ্যামান্যদের মধ্যে জসিম উদ্দিন কাঞ্চন, আবদুল কাহ্হার মজুমদার, টিটু চৌধুরী ও শাহআলম সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।