হাজীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দ। বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে রোববার (৯ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা সভাকক্ষে সৌজন্য সাক্ষাতকালে ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের উপজেলার শাখার (কলেজ ও স্কুল পর্যায়) নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য হুমায়ুন কবির সুমন, শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের উপজেলার কলেজ পর্যায়ের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম পাটওয়ারী, স্কুল পর্যায়ের সভাপতি বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক ইউনুস মিয়া।
সাক্ষাতকালে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের উপজেলার কলেজ পর্যায়ের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সদস্য আব্দুর রহিম, কাজী নাছির উদ্দিন, স্কুল পর্যায়ের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইসমাঈল হোসেন সর্দার, সহ-সভাপতি মো. আব্দুল হক, মো. শাহপরান ও রফিক উল্যাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলামসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. ইবনে আল জায়েদ হোসেন গত ৩ ফেব্রুয়ারী হাজীগঞ্জে যোগদান করেন। এর আগে তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।