হাজীগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত

হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাজীগঞ্জে শহীদ চার পরিবারকে ও উপস্থিত আহতদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এর আগে সভার শুরুতেই শহীদ পরিবারের সদস্য ও আহতদের ফুল দিয়ে বরণ করে নেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। তিনি নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা শহীদের জন্য তেমন কিছু করতে পারিনি। আমাদের সীমিত যেটুকু ছিলো তাই করার চেষ্টা করেছি। সরকারিভাবে শহীদ পরিবার ও আহতদের সহযোগিতা করা হবে।

উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল গণির উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. ইমাম হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর বিএম কলিমুল্লাহ ভুঁইয়া, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. শাহাদাত হোসেন।

এ সময় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন, শহীদ আজাদ হোসেনের ভাগ্নি, আব্দুল হান্নানের স্ত্রী ও রাসেলের বাবা, আহত মো. সাফায়াত হোসেন তানভীর, আহত পরিবারের পক্ষে মো. আলী আশরাফ প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, প্রেসক্লাব নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

হাজীগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত

আপডেট: ০৯:১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাজীগঞ্জে শহীদ চার পরিবারকে ও উপস্থিত আহতদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এর আগে সভার শুরুতেই শহীদ পরিবারের সদস্য ও আহতদের ফুল দিয়ে বরণ করে নেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। তিনি নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা শহীদের জন্য তেমন কিছু করতে পারিনি। আমাদের সীমিত যেটুকু ছিলো তাই করার চেষ্টা করেছি। সরকারিভাবে শহীদ পরিবার ও আহতদের সহযোগিতা করা হবে।

উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল গণির উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. ইমাম হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর বিএম কলিমুল্লাহ ভুঁইয়া, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. শাহাদাত হোসেন।

এ সময় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন, শহীদ আজাদ হোসেনের ভাগ্নি, আব্দুল হান্নানের স্ত্রী ও রাসেলের বাবা, আহত মো. সাফায়াত হোসেন তানভীর, আহত পরিবারের পক্ষে মো. আলী আশরাফ প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, প্রেসক্লাব নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।