বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নির্বাচিত প্রতিনিধিগণ রবিবার সন্ধ্যায় সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার প্রধান উপদেষ্টা, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, প্রধান সমন্বয়ক ও সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটনের সাথে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান ন্যাশনাল কম্পিউটারে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি মো. তুহিন হায়দার, নির্বাহী সভাপতি মো. রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবদুল আউয়াল, কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ উপস্থিত ছিলেন।