• ঢাকা
  • শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ আগস্ট, ২০১৯
সর্বশেষ আপডেট : ৪ আগস্ট, ২০১৯

চাঁদপুরে ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২০জন
মতলব দক্ষিণে ডেঙ্গু জ্বরে নারী ইউপি সদস্যের মৃত্যু
অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার॥

চাঁদপুরের মতলব উত্তরে ডেঙ্গু জ¦রে নারী ইউপি সদস্য মৃত্যুবরণ করছেন। গত শনিবার রাত ৩টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । নিহত নারী ইউপি সদস্য চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের নারী সদস্য লাভলী বাশার (৩২)। তিনি উপজেলার ৩নং খাদেরগাঁও ইউপির সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। এ উপজেলায় গত ৪ দিনে ২জন ডেঙ্গ জ্বরে আক্রান্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে। নিহত লাভলী বাসার বাড়ি উপজেলার নাগদা এলাকায়। তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষক আবুল বাশারের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার-পাঁচদিন আগে ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যান লাভলী। সেখান থেকে গত বুধবার বাড়ি ফিরে আসেন। গত বৃহস্পতিবার দুপুর ১টায় জ্বরে আক্রান্ত হন। ওইদিন বিকেল ৩টায় চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। সেখানে চিকিৎসা নেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারের লোকজন তাকে শনিবার বিকেলে ঢাকার বেসরকারি শমরিতা হাসপাতালে ভর্তি করান। শনিবার দিবাগত রাত ৩টায় সেখানকার নিবিড় পরিচর্যা বিভাগে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয় বাসিন্দারা বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইউপি সদস্য লাভলী বাশার মারা যাওয়ার খবর চাউর হলে উপজেলা সদর ও আশপাশের এলাকায় স্থানীয় লোকজনের মাঝে ‘ডেঙ্গু আতঙ্ক’ বিরাজ করছে।

চাঁদপুর ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিম জানান, চাঁদপুর সদর হাসপাতালে রবিবার সকাল ৮টা পর্যন্ত ৪৮জন ডেঙ্গ জ¦রে আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ২০জন। তার মধ্যে চাঁদপুরে স্থানীয়ভাবে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছে ৮জন। আর ঢাকা থেকে এলাকায় এসেছে এর সংখ্যা ১২জন।

এ কর্মকর্তা আরো জানান, ডেঙ্গু জ¦র স্বাভাবিক থাকলে আমাদের এখানে চিকিৎসা প্রদান করা হয়। যেগুলো মারাত্মক আকার ধারন করে তাদেরকে ঢাকায় রেফার করা হয়ে থাকে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!