হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে তাল গাছ থেকে থেকে পড়ে মো. মেহেদী হাসান (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়া যুবক মেহেদী উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের হারিছমহল তালুকদার বাড়ির মহসিনের ছেলে।

জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে ডাল কাটতে একটি তাল গাছে ওঠেন মেহেদী হাসান। ডাল কাটা অবস্থায় তিনি অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। তাৎখনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ সময় শারিরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি মঙ্গলবার বেলা ১১টার দিকে মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার ও নিকট আত্মীয়-স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন করেছেন। ওই আবেদন অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু

আপডেট: ১১:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

চাঁদপুরের হাজীগঞ্জে তাল গাছ থেকে থেকে পড়ে মো. মেহেদী হাসান (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়া যুবক মেহেদী উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের হারিছমহল তালুকদার বাড়ির মহসিনের ছেলে।

জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে ডাল কাটতে একটি তাল গাছে ওঠেন মেহেদী হাসান। ডাল কাটা অবস্থায় তিনি অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। তাৎখনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ সময় শারিরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি মঙ্গলবার বেলা ১১টার দিকে মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার ও নিকট আত্মীয়-স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন করেছেন। ওই আবেদন অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।