হাজীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ চাষীদের মাঝে ৮শ কেজি পোনা মাছ বিতরণ

ছবি-নতুনেরকথা।

হাজীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক চাষীদের মাঝে ৮০০ কেজি পোনা মাছ বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ৮০ জন প্রান্তিক মাছ চাষির মাঝে এ পোনা মাছ বিতরণ করা হয়।

জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থ-বছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের সহায়তার লক্ষ্যে উপজেলার ৮০ জন চাষিকে জন প্রতি ১০ কেজি করে পোনামাছ বিতরণ করা হয়। এদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছ চাষিরদের হাতে পোনা মাছ তুলে দেন।

এর মধ্যে উপস্থিত ৬৮ জন মাছ চাষির মাঝে ৬৮০ কেজি পোনা মাছ বিতরণ করা হয়। বাকি ১২ জন মাছ চাষিকে আগামি শুক্রবার ১০ কেজি করে মোট ১২০ কেজি পোনা মাছ বিতরণ করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়ার সার্বিক তত্ত্বাবধানে পোনা মাছ বিতরণকালে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ও উপজেলা সমবায় কর্মকর্তা গোলামুর রহমান শামীম, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নওরীন দীনা মোস্তারীনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, হাজীগঞ্জে বন্যা পরিস্থিতির কারণে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর, গন্ধর্ব্যপুর দক্ষিণ, বড়কুল পূর্ব ইউনিয়নসহ উপজেলার বেশ কিছু এলাকায় জানমালসহ মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে কয়েক শতাধিক মাছ চাষি আর্থিকভাবে কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্ত হন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

হাজীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ চাষীদের মাঝে ৮শ কেজি পোনা মাছ বিতরণ

আপডেট: ০৯:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

হাজীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক চাষীদের মাঝে ৮০০ কেজি পোনা মাছ বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ৮০ জন প্রান্তিক মাছ চাষির মাঝে এ পোনা মাছ বিতরণ করা হয়।

জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থ-বছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের সহায়তার লক্ষ্যে উপজেলার ৮০ জন চাষিকে জন প্রতি ১০ কেজি করে পোনামাছ বিতরণ করা হয়। এদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছ চাষিরদের হাতে পোনা মাছ তুলে দেন।

এর মধ্যে উপস্থিত ৬৮ জন মাছ চাষির মাঝে ৬৮০ কেজি পোনা মাছ বিতরণ করা হয়। বাকি ১২ জন মাছ চাষিকে আগামি শুক্রবার ১০ কেজি করে মোট ১২০ কেজি পোনা মাছ বিতরণ করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়ার সার্বিক তত্ত্বাবধানে পোনা মাছ বিতরণকালে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ও উপজেলা সমবায় কর্মকর্তা গোলামুর রহমান শামীম, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নওরীন দীনা মোস্তারীনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, হাজীগঞ্জে বন্যা পরিস্থিতির কারণে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর, গন্ধর্ব্যপুর দক্ষিণ, বড়কুল পূর্ব ইউনিয়নসহ উপজেলার বেশ কিছু এলাকায় জানমালসহ মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে কয়েক শতাধিক মাছ চাষি আর্থিকভাবে কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্ত হন।