হাজীগঞ্জে আগুনে পুড়ে দিনমজুরের বসতঘর ভস্মিভূত

ছবি-নতুনেরকথা।

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘর পুড়ে নিঃস্ব হলেন এক দিনমজুর। রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব কাজিরগাঁও গ্রামের ইয়াকুব আলী বেপারী বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান, ক্ষতিগ্রস্ত মো. জহিরুল ইসলাম জহির। তিনি ওই বাড়ির মৃত ওহাব আলী বেপারীর ছেলে।
জানা গেছে, জহিরের বসতঘরটি পূর্ব কাজিরগাঁও গ্রামের কৃষি মাঠে। এদিন দুপুরে তাঁর বসতঘরে কালো ধোঁয়া দেখতে পেয়ে মাঠের কৃষকরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হলেও মাঠের শেষপ্রান্তে বাড়ি ও গাড়ি চলাচলের উপযোগি রাস্তা না থাকায় ঘটনাস্থলে তারা যেতে পারেনি।
পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেস্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। কিন্তু ততৎক্ষনে চৌ-চালা বসতঘরের প্রায় ৮০ শতাংশ এবং ঘরে থাকা আসবাবপত্র, তৈজসপত্র, নগদ ৬০ হাজার টাকা, স্বর্ণা-লংকার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অন্যান্য সকল মালামাল পুড়ে ভস্মীভূত হয়। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক সর্ট-সার্কিটে কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে বসতঘরটি আগুনে পুড়ে যাওয়ার সময় জহির ও তার স্ত্রী-সন্তানেরা বাড়িতে ছিলেন না। তিনি গরু ক্রয়ের উদ্দেশ্যে ৬০ হাজার টাকা ঋণ এবং ওই টাকা ঘরে রেখে তাঁর শশুর বাড়ি এলাকায় গরু দেখতে গিয়েছিলেন। এরমধ্যে আগুনে টাকাসহ বসতঘরেন সবকিছু পুড়ে যায়। খবর পেয়ে তিনি বাড়িতে ছুটে আসেন। এসময় তিনি ও তার স্ত্রী-সন্তানদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে।
বিষয়টি নিশ্চিত করে সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন জানান, আগুনে বসতঘর পুড়ে যাওয়ার বিষয়টা ইউএনও মহোদয়কে জানিয়েছি। পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত জহিরকে সহযোগিতা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল বলেন, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।
Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

চাঁদপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

হাজীগঞ্জে আগুনে পুড়ে দিনমজুরের বসতঘর ভস্মিভূত

আপডেট: ০৭:৫৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘর পুড়ে নিঃস্ব হলেন এক দিনমজুর। রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব কাজিরগাঁও গ্রামের ইয়াকুব আলী বেপারী বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান, ক্ষতিগ্রস্ত মো. জহিরুল ইসলাম জহির। তিনি ওই বাড়ির মৃত ওহাব আলী বেপারীর ছেলে।
জানা গেছে, জহিরের বসতঘরটি পূর্ব কাজিরগাঁও গ্রামের কৃষি মাঠে। এদিন দুপুরে তাঁর বসতঘরে কালো ধোঁয়া দেখতে পেয়ে মাঠের কৃষকরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হলেও মাঠের শেষপ্রান্তে বাড়ি ও গাড়ি চলাচলের উপযোগি রাস্তা না থাকায় ঘটনাস্থলে তারা যেতে পারেনি।
পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেস্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। কিন্তু ততৎক্ষনে চৌ-চালা বসতঘরের প্রায় ৮০ শতাংশ এবং ঘরে থাকা আসবাবপত্র, তৈজসপত্র, নগদ ৬০ হাজার টাকা, স্বর্ণা-লংকার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অন্যান্য সকল মালামাল পুড়ে ভস্মীভূত হয়। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক সর্ট-সার্কিটে কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে বসতঘরটি আগুনে পুড়ে যাওয়ার সময় জহির ও তার স্ত্রী-সন্তানেরা বাড়িতে ছিলেন না। তিনি গরু ক্রয়ের উদ্দেশ্যে ৬০ হাজার টাকা ঋণ এবং ওই টাকা ঘরে রেখে তাঁর শশুর বাড়ি এলাকায় গরু দেখতে গিয়েছিলেন। এরমধ্যে আগুনে টাকাসহ বসতঘরেন সবকিছু পুড়ে যায়। খবর পেয়ে তিনি বাড়িতে ছুটে আসেন। এসময় তিনি ও তার স্ত্রী-সন্তানদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে।
বিষয়টি নিশ্চিত করে সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন জানান, আগুনে বসতঘর পুড়ে যাওয়ার বিষয়টা ইউএনও মহোদয়কে জানিয়েছি। পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত জহিরকে সহযোগিতা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল বলেন, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।