চট্টগ্রাম ও সিলেট বিভাগের শ্রেষ্ঠ পোস্ট মাস্টার হলেন হাজীগঞ্জের খোরশেদ আলম

ছবি-নতুনেরকথা।

বাংলাদেশ ডাক বিভাগ চট্টগ্রাম সার্কেলের শ্রেষ্ঠ উপজেলা পোস্ট মাস্টার হলেন, হাজীগঞ্জ পোস্ট অফিসের (ডাকঘর) পোস্ট মাস্টার মো. খোরশেদ আলম। তিনি চট্টগ্রাম সার্কেলের অধিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ পোস্ট মাস্টার হিসেবে মনোনিত হন। এই দুই বিভাগের অধিনে ১৫টি জেলা ১৪৪ টি উপজেলা রয়েছে।

বিশ^ ডাক দিবস উপলক্ষ্যে গত ৯ অক্টোবর মো. খোরশেদ আলমসহ চট্টগ্রাম সার্কেলের শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার প্রদান করেন, পোস্ট মাস্টার জেনারেল এর কার্যালয়, পূর্বাঞ্চল, চট্টগ্রাম। এদিন আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন, পূর্বাঞ্চলের পোস্ট মাস্টার জেনারেল মো. ছালেহ আহাম্মদ।

এসময় অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল ড. মোহাম্মদ নিজাম উদ্দীন, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (তদন্ত) মুহাম্মদ আবদুল্লাহ্সহ অন্যান্য কর্মকর্তা এবং মনোনিত শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মচারীরা। এর আগে শ্রেষ্ঠ উপজেলা পোস্ট মাস্টার হিসেবে মো. খোরশেদ আলমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে পোস্ট অফিস্টের কুমিল্লা বিভাগীয় কার্যালয়।

জানা গেছে, ১৯৯৫ সালে বাংলাদেশ ডাক বিভাগে যোগদান করেন মো. খোরশেদ আলম। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের বাসিন্দা। চাকরি জীবনে তিনি সততা ও নিষ্ঠার সাথে তাঁর দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন। যার ফলসরূপ তিনি শ্রেষ্ঠ উপজেলা পোস্ট মাস্টার মনোনিত হয়েছেন।

এক প্রতিক্রিয়ায় মো. খোরশেদ আলম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ, সহকর্মী ও সেবাগ্রহীতের কাছে আমি কৃতজ্ঞ। এ পুরস্কার আমাকে অনুপ্রাণিত ও সকলের কাছে ঋণী করেছে। তাই, আগামি দিনে যেন আরও বেশি দায়িত্বশীল হয়ে আমি আমার কর্তব্য পালন করতে পারি, এজন্য সবাই আমাকে দোয়া করবেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কলেজে ছাত্রদলের উপর ছাত্র শিবিরের হামলা

চট্টগ্রাম ও সিলেট বিভাগের শ্রেষ্ঠ পোস্ট মাস্টার হলেন হাজীগঞ্জের খোরশেদ আলম

আপডেট: ১০:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

বাংলাদেশ ডাক বিভাগ চট্টগ্রাম সার্কেলের শ্রেষ্ঠ উপজেলা পোস্ট মাস্টার হলেন, হাজীগঞ্জ পোস্ট অফিসের (ডাকঘর) পোস্ট মাস্টার মো. খোরশেদ আলম। তিনি চট্টগ্রাম সার্কেলের অধিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ পোস্ট মাস্টার হিসেবে মনোনিত হন। এই দুই বিভাগের অধিনে ১৫টি জেলা ১৪৪ টি উপজেলা রয়েছে।

বিশ^ ডাক দিবস উপলক্ষ্যে গত ৯ অক্টোবর মো. খোরশেদ আলমসহ চট্টগ্রাম সার্কেলের শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার প্রদান করেন, পোস্ট মাস্টার জেনারেল এর কার্যালয়, পূর্বাঞ্চল, চট্টগ্রাম। এদিন আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন, পূর্বাঞ্চলের পোস্ট মাস্টার জেনারেল মো. ছালেহ আহাম্মদ।

এসময় অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল ড. মোহাম্মদ নিজাম উদ্দীন, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (তদন্ত) মুহাম্মদ আবদুল্লাহ্সহ অন্যান্য কর্মকর্তা এবং মনোনিত শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মচারীরা। এর আগে শ্রেষ্ঠ উপজেলা পোস্ট মাস্টার হিসেবে মো. খোরশেদ আলমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে পোস্ট অফিস্টের কুমিল্লা বিভাগীয় কার্যালয়।

জানা গেছে, ১৯৯৫ সালে বাংলাদেশ ডাক বিভাগে যোগদান করেন মো. খোরশেদ আলম। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের বাসিন্দা। চাকরি জীবনে তিনি সততা ও নিষ্ঠার সাথে তাঁর দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন। যার ফলসরূপ তিনি শ্রেষ্ঠ উপজেলা পোস্ট মাস্টার মনোনিত হয়েছেন।

এক প্রতিক্রিয়ায় মো. খোরশেদ আলম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ, সহকর্মী ও সেবাগ্রহীতের কাছে আমি কৃতজ্ঞ। এ পুরস্কার আমাকে অনুপ্রাণিত ও সকলের কাছে ঋণী করেছে। তাই, আগামি দিনে যেন আরও বেশি দায়িত্বশীল হয়ে আমি আমার কর্তব্য পালন করতে পারি, এজন্য সবাই আমাকে দোয়া করবেন।