হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া ১০নং ওয়ার্ড মনিনাগ গ্রামে হাওলাদার বাড়ীতে সম্পত্ত্বিগত বিরোধের জের ধরে গত ৪ অক্টোবর একই বাড়ীর দেলোয়ার হোসেন (৪৫) গংদের সাথে প্রতিবন্ধী আমির হোসেন (৬৪) গংদের মুখোমুখি মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৮জন আহত হয়েছে। আহতদের হাজীগঞ্জ স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানাযায়, ৪ অক্টোবর (শুক্রবার) দুপুরে দেলোয়ার হোসেন ও তার ছেলে রুহুল, ভাই মনোয়ার হোসেন আরে কয়েকজন আত্মীয়স্বজন’সহ ৭/৮ জন দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র ও লাটি নিয়ে আমির হোসেন ও তার ছেলেকে তাদের বসত ঘরে গিয়ে হঠাত করে এলোপাতাড়ি ভাবে মারধর করা শুরু করে। এ সময় তার স্ত্রী ও ছেলের বউ বাঁচাতে আসলে তাদেরকে ও মারধর করে। তাদের শোর চিৎকারে আমির হোসেনের ছেলে মেয়েরা এগিয়ে আসলে পরবর্তীতে উভয় পক্ষে ব্যাপক মারামারি হয় এতে মারাত্মক আহত হন সুজন (২২) বেবি বেগম (৪৫), স্বপ্না বেগম (২৮), বাচ্চু (৪৭), দেলোয়ার হোসেন (৪৫,) রাহুল (২০)।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় উভয় পক্ষ অভিযোগ দাখিল করেছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, এ বিষয়ে উভয় পক্ষ হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।