শাহরাস্তিতে কৃষি জমি ভরাট করায় ড্রেজার মালিককে এক মাসের কারাদণ্ড

প্রতিনিধির পাঠানো ছবি।

শাহরাস্তিতে অবৈধ ড্রেজার চালিয়ে কৃষি জমি ভরাট করার দায়ে রাশেদ মিয়াজি (৪২) নামে এক ড্রেজার মালিককে ১ মাসের কারাদন্ড গিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে উপজেলা টামটা দক্ষিণ ইউপি’র কৃষির ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার দায়ে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহরাস্তি উপজেলা প্রশাসন দীর্ঘদিন ধরে অবৈধ বালু ব্যবসায়ী ও অনুমোদনহীন ড্রেজার মেশিনে দিয়ে ফসলি কৃষি জমিনের টপসওয়েল আগ্রাসনের বিরুদ্ধে অভিযুক্তদের বিষয়ে বিভিন্ন আইনি পদক্ষেপ গ্রহণ করে আসছেন।

ওইদিন উপজেলার টামটা দক্ষিণ ইউপির টামটা গ্রামের একটি ফসিল জমিনে ওই এলাকার ড্রেজার ব্যবসায়ী স্থানীয় সিদ্দিকুর রহমানের পুত্র রাশেদ মিয়াজি ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করছিলেন। পরে বিষয়টি উপজেলা নিবার্হী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত অবগত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এতে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিব নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী ঘটনাস্থলে ছুটে গিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ওই ঘটনায় অভিযুক্ত রাশেদ দোষী সাব্যস্ত হওয়ায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা(সংশোধন) আইন ২০২৩ এর ৭(ক) এর অপরাধে একই আইনের ১৫(১) ধারায় ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এদিকে ড্রেজার মেশিন চালক মামুন হোসেনের অবৈধ ড্রেজার মেশিনটি জব্দ করে স্থানীয় মেম্বার কামাল হোসেনের জিম্মায় রাখার নির্দেশ প্রদান করেন আদালত।

আরো জানা যায়, ড্রেজার মেশিন চালক মামুন হোসেন দীর্ঘদিন যাবৎ এ ড্রেজার দিয়ে ওই এলাকায় মাটির টপসওয়েল কেটে আসছিলো।

এ অভিযান প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের তরফ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকলে স্থানীয় কৃষকদের ফসলি জমিনের টপসওয়েল কাটা রক্ষা পাবে। এতে জমিনের উর্বরতা বজায় থাকবে।

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

শাহরাস্তিতে কৃষি জমি ভরাট করায় ড্রেজার মালিককে এক মাসের কারাদণ্ড

আপডেট: ০৯:১৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

শাহরাস্তিতে অবৈধ ড্রেজার চালিয়ে কৃষি জমি ভরাট করার দায়ে রাশেদ মিয়াজি (৪২) নামে এক ড্রেজার মালিককে ১ মাসের কারাদন্ড গিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে উপজেলা টামটা দক্ষিণ ইউপি’র কৃষির ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার দায়ে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহরাস্তি উপজেলা প্রশাসন দীর্ঘদিন ধরে অবৈধ বালু ব্যবসায়ী ও অনুমোদনহীন ড্রেজার মেশিনে দিয়ে ফসলি কৃষি জমিনের টপসওয়েল আগ্রাসনের বিরুদ্ধে অভিযুক্তদের বিষয়ে বিভিন্ন আইনি পদক্ষেপ গ্রহণ করে আসছেন।

ওইদিন উপজেলার টামটা দক্ষিণ ইউপির টামটা গ্রামের একটি ফসিল জমিনে ওই এলাকার ড্রেজার ব্যবসায়ী স্থানীয় সিদ্দিকুর রহমানের পুত্র রাশেদ মিয়াজি ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করছিলেন। পরে বিষয়টি উপজেলা নিবার্হী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত অবগত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এতে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিব নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী ঘটনাস্থলে ছুটে গিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ওই ঘটনায় অভিযুক্ত রাশেদ দোষী সাব্যস্ত হওয়ায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা(সংশোধন) আইন ২০২৩ এর ৭(ক) এর অপরাধে একই আইনের ১৫(১) ধারায় ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এদিকে ড্রেজার মেশিন চালক মামুন হোসেনের অবৈধ ড্রেজার মেশিনটি জব্দ করে স্থানীয় মেম্বার কামাল হোসেনের জিম্মায় রাখার নির্দেশ প্রদান করেন আদালত।

আরো জানা যায়, ড্রেজার মেশিন চালক মামুন হোসেন দীর্ঘদিন যাবৎ এ ড্রেজার দিয়ে ওই এলাকায় মাটির টপসওয়েল কেটে আসছিলো।

এ অভিযান প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের তরফ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকলে স্থানীয় কৃষকদের ফসলি জমিনের টপসওয়েল কাটা রক্ষা পাবে। এতে জমিনের উর্বরতা বজায় থাকবে।