অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া কে আহবায়ক ও উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরাকে সদস্য সচিব করে “ঢাকাস্থ চাঁদপুর সমিতি”র ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে
শনিবার (২৯ শে সেপ্টেম্বর) ঢাকাস্থ পল্টনে এক অভিজাত হোটেলের অডিটোরিয়ামে ঢাকাস্থ চাঁদপুর জেলার সদস্যদের নিয়ে সমিরিত ৩য় সভায় অনুষ্ঠিত হয়।
সভায় সকলের মতামতের ভিত্তিতে ৪১ সদস্য বিশিষ্ট আহবান কমিট গঠন করা হয়। আগামী দিনে মানবিক চাঁদপুর জেলা গঠনে একযোগে কাজ করবে বলে জানান ঢাকা চাঁদপুর সমিতির নেতৃবৃন্দ।
সকলের ঐক্যমতের ভিত্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশন এর অধ্যক্ষ নদীবাংলা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যবসায়ী রোটারিয়ান অধ্যক্ষ মো: সালাউদ্দিন ভূঁইয়াকে আহবায়ক ও বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদ উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা কে সদস্য সচিব করে ৪১ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়।
এসময় অধ্যক্ষ মো: সালাউদ্দিন ভূঁইয়া বলেন, চাঁদপুরের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সর্বদা কাজ করাই হবে চাঁদপুর সমিতির মূল লক্ষ্য। ইলিশের বাড়ি চাঁদপুর নামে সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। সে লক্ষ নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। সমিতি গঠনের মাধ্যমে চাঁদপুরে নানান সামাজিক কার্যক্রমের উদ্যোগ নেওয়া হবে।