• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ আগস্ট, ২০১৯
সর্বশেষ আপডেট : ১ আগস্ট, ২০১৯

হাজীগঞ্জে সড়ক দূর্ঘটনায় বাখরাবাদ গ্যাসের এসে. ম্যানেজার নিহত

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মানিক শেখ॥
চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ইঞ্জি. নজরুল ইসলাম (৬০) নামে বাখরাবাদ গ্যাস সিস্টেম লি. এক এসে. ম্যানেজার নিহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহা সড়কের শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার এনায়েতপুর নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নের মিজি বাড়ীর আবদুর রবের ছেলে।
ঘটনস্থল থেকে হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আ. রশিদ জানান, নিহত নজরুল ইসলাম হাজীগঞ্জ থেকে শাহরাস্তির দিকে যাচ্ছিল। তিনি কুমিল্লার দিকে যাওয়া কাভার্ড ভ্যান যার নং ঢাকা মেট্রে : উ-১২-৮৮১৬কে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে ধাক্কা লেগে কাভার্ড ভ্যানের নিছে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয়রা তার মৃত্যুদেহ উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করে রাখে।
হাটিলা পশ্চিম ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক মো. মহসিন মোল্লা জানান, নিহত নজরুল ইসলাম বাখরাবাদ গ্যাস সিস্টেম লি. ফেনির এসে. ম্যানেজার ছিলেন ২/৩ মাস হলো চাকুরি থেকে এলপিআরে এসেছে। তার স্ত্রী ও ৩ ছেলে রয়েছে।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি জানান, দূর্ঘটনাস্থলে আমাদের থানার ওসি তদন্ত রয়েছে। মৃতদেহ থানা হেফাজতে রয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। পিকআপটি আটকের চেষ্টা চলছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!