হাজীগঞ্জে বাইতুন নূর তাহফিজুল কোরআন মাদ্রাসা ও ইসলাহুন নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে এসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত তেকে পবিত্র কোরআন মাজিদ ও হাসিদের আলোকে আলোচনা করেন কুমিল্লা সুধন্যপুর মাদরাসায়ে ইসলামিয়া দারুল উলুমের মুহতামিম মাওলানা মুফতি মুশতাকুন্নবী ক্বাসেমী।
চাঁদপুরের মোমিনপুর মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা রাশেদ বিন মুহসিনের সভাপতিত্বে বাইতুল নূর তাহফিজুল কোরআন মাদ্রাসায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুর রউফ, বাংলাদেশ সেনাবাহিনীর ক্বেরাত প্রশিক্ষক মাওলানা ক্বারী মনজুরুল আলম ফয়েজী।
বাইতুন নূর তাহফিজুল কোরআন মাদ্রাসা ও ইসলাহুন নিসা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ক্বারী নাজির আহমাদের সার্বিক ব্যবস্থাপনায় মাহফিলে অতিথিদের আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করেন, প্রধান অতিথি মাওলানা মুফতি মুশতাকুন্নবী ক্বাসেমী। এসময় দেশ ও জাতীর সমৃদ্ধি এবং মাদ্রাসা ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে হাফেজ মাওলানা ক্বারী নাজির আহমাদের নেতৃত্বে বাইতুন নূর তাহফিজুল কোরআন মাদ্রাসা ও ইসলাহুন নিসা মহিলা মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ইসলামী ও নৈতিক শিক্ষা গ্রহণের পাশাপাশি উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখে হাজীগঞ্জের মুখ উজ্জ্বল করছে।