পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রিয় নিদের্শনা মোতাবেক সারাদেশের মতো হাজীগঞ্জেও পানিবন্ধি অসহায় মানুষের মাঝে হাদিয়া (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর, গন্ধর্ব্যপুর দক্ষিণ, বড়কুল পূর্ব, বড়কুল পশ্চিম ও পৌরসভাধীন টোরাগড় এলাকায় পানিবন্ধি মানুষের মাঝে হাদিয়া বিতরণ করা হয়।
এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শনিবার দুপুরে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে হাদিয়া বিতরণ কাজের উদ্বোধন করেন এবং তিনি শাহরাস্তিতে পানিবন্ধি মানুষের হাতে হাদিয়া তুলে দেন। ইসলামী আন্দোলন হাজীগঞ্জ উপজেলা সভাপতি মাও. মাহতাব উদ্দিন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে দুই উপজেলার সহস্রাধীক পরিবারের মাঝে এ হাদিয়া বিতরণ করা হয়।
সোমবার দিনব্যাপী হাজীগঞ্জে হাদিয়া (খাদ্য সামগ্রী) বিতরণকালে ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি মাও. মাহতাব উদ্দিন চৌধুরী, মুজাহিদ কমিটির বিভাগীয় দায়িত্বশীল মাও. যোবায়ের আহমেদ, উপজেলা মুজাহিদ কমিটির সাংগঠনিক সম্পাদক সুমন মোল্লা, বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের জেলা জয়েন সেক্রেটারী মাও. মোহাম্মদ আব্দুল কাদের, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আকতার হোসেন নিপু উপস্থিত ছিলেন।
এ দিন হাজীগঞ্জে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে হাদিয়া বিতরণ করা হয়। হাদিয়া বিতরণ কাজে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন, উপজেলা ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি আক্তার হোসেন আকন, সহ-সভাপতি মুকবুল শেখ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন ও শ্রমিক আন্দোলনের নেতাকর্মী ও সমর্থক।
উল্লেখ্য, দেশের কুমিল্লা, ফেনী, লক্ষ্মিপুর ও নোয়াখালী এলাকা বন্যার পানিতে নিমজ্জিত। বর্ষা আর বান ও টানা বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলা। বন্যা না হলেও দুই উপজেলার লক্ষাধীকেরও বেশি মানুষ পানিবন্ধি হয়ে পড়েছেন।