হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের প্রশংসনীয় কর্মকাণ্ডে স্বস্তিতে হিন্দু ধর্মালম্বীরা

  • আপডেট: ০৯:১৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • ৩১

হাজীগঞ্জে শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়া ও হকার্স মার্কেটে পাহারায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অরাজনৈতিক সংগঠন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের হাজীগঞ্জ শাখার দায়িত্বশীলরা।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে এবং সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় দেশের বিভিন্ন থানা ও পুলিশের উপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এমন উদ্ভুত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্ম-বিরতি পালন করছেন। এছাড়াও নিরাপত্তাহীনতা অনেক থানা থেকে পুলিশ চলে গিয়ে নিরাপদ স্থানে যায়।

এতে থমকে যায় হাজীগঞ্জসহ দেশের বিভিন্ন থানা পুলিশের কার্যক্রম। এভাবে গত ৭ দিন যাবত থানা পুলিশের কার্যক্রম না থাকায় বিভিন্ন এলাকায় নানা ধরনের অপরাধ বেড়েছে আশংকাজনকভাবে। জনমনে চরম নিরাপত্তাহীনতা ও অজানা আতঙ্ক বিরাজ করতে থাকে। বিশেষ করে হাজীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, হিন্দু ধর্মালম্বীদের বাড়ি ও মন্দিরে হামলাসহ ডাকাত আতঙ্কে মানুষের ঘুম হারাম হয়ে যায়।

এমন উদ্ভুত পরিস্থিতিতে ছাত্রসমাজসহ মানুষের পাশে দাঁড়ায় চরমোনাই পীরের অনুসারী ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা মানুষের জান-মাল রক্ষা এবং নিরাপত্তার স্বার্থে হিন্দু ধর্মালম্বীদের বাড়ি, মন্দির ও হাজীগঞ্জ বাজারে পাহারা এবং ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন। নেতাকর্মীদের এমন প্রশংসনীয় কর্মকাণ্ডে স্বস্তি ফিরে আসে হিন্দু ধর্মালম্বীসহ ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে।

জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই), যুব আন্দোলন, ছাত্র আন্দোলন ও সহযোগী অরাজনৈতিক সংগঠন মুজাহিদ কমিটি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, উপজেলা শাখার তত্ত্বাবধায়নে হাজীগঞ্জ বাজারে শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া, পৌর মহাশ্মান, শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম দি বিবেকান্দ বিদ্যাপীঠ, স্বর্নকার পট্টি, কাপড়িয়া পট্টি, থানা, ডাক-বাংলোসহ পুরো হাজীগঞ্জ বাজারে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

এছাড়াও বাজারের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব এবং আবর্জনা পরিস্কার করে। পাশাপাশি হাজীগঞ্জ বাজারের বাহিরে বিভিন্ন ইউনিয়নের হিন্দু ধর্মালম্বীদের বাড়ি ও মন্দিরসহ বিভিন্ন হাট-বাজারেও কাজ করেন নেতৃবৃন্দ। গত ৬ আগস্ট থেকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিনি এসব কার্যক্রম পরিচালনা করে আসছে চরমোনাই পীরের অনুসারীরা।

এর মধ্যে গত শনিবার (১০ আগস্ট) জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দায়িত্বশীলগণ দায়িত্ব পালন করেন। এর মধ্যে হাজীগঞ্জ উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসাইন, সহ-সভাপতি মাওলানা ফয়সাল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন মিয়াজী মাসুম, সহ-সাধারন সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি সানাউল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা নুরে আলম সিদ্দিকি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আক্তার হোসেন আকন, উপজেলা ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক কামাল গাজী, ছাত্র আন্দোলনের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ হাফেজ মাওলানা আতিকুর রহমান, আব্দুর রহমান স্যার, সাবেক ছাত্রনেতা রাশেদুজ্জামান, মাহদী, আব্দুল্লাহগাজীসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে উপজেলা আইম্মা পরিষদের সভাপতি মুফতি আনোয়ার হোসাইন বলেন, ইসলামী আন্দোলন শান্তি ও মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য জাতির যেকোন দূর্যোগে চরমোনাই পীরের দল ময়দানে ঝাপিয়ে পড়ে। তারা দেশ, জাতি ও বিশ্বকে জানান দিতে চায়, যে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তায় রয়েছে। কোন ধরনের ভয় আতংকগ্রস্ত না থেকে স্বাভাবিক থাকার জন্য আশ্বস্ত করেন।

এসব বিষয়ে উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানাকে অবহিত করেন ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক কামাল গাজী। তিনি বলেন, নিরাপত্তা টিম দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসার আগ পর্যন্ত দিনের বেলায় সড়কের শৃঙ্খলা, রাতের বেলা পাহারা ও টহলের দায়িত্বে থাকবেন ইশাআল্লাহ। প্রয়োজনে যোগাযোগ ০১৮৩০-১২৬০৬৯।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের প্রশংসনীয় কর্মকাণ্ডে স্বস্তিতে হিন্দু ধর্মালম্বীরা

আপডেট: ০৯:১৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে এবং সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় দেশের বিভিন্ন থানা ও পুলিশের উপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এমন উদ্ভুত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্ম-বিরতি পালন করছেন। এছাড়াও নিরাপত্তাহীনতা অনেক থানা থেকে পুলিশ চলে গিয়ে নিরাপদ স্থানে যায়।

এতে থমকে যায় হাজীগঞ্জসহ দেশের বিভিন্ন থানা পুলিশের কার্যক্রম। এভাবে গত ৭ দিন যাবত থানা পুলিশের কার্যক্রম না থাকায় বিভিন্ন এলাকায় নানা ধরনের অপরাধ বেড়েছে আশংকাজনকভাবে। জনমনে চরম নিরাপত্তাহীনতা ও অজানা আতঙ্ক বিরাজ করতে থাকে। বিশেষ করে হাজীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, হিন্দু ধর্মালম্বীদের বাড়ি ও মন্দিরে হামলাসহ ডাকাত আতঙ্কে মানুষের ঘুম হারাম হয়ে যায়।

এমন উদ্ভুত পরিস্থিতিতে ছাত্রসমাজসহ মানুষের পাশে দাঁড়ায় চরমোনাই পীরের অনুসারী ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা মানুষের জান-মাল রক্ষা এবং নিরাপত্তার স্বার্থে হিন্দু ধর্মালম্বীদের বাড়ি, মন্দির ও হাজীগঞ্জ বাজারে পাহারা এবং ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন। নেতাকর্মীদের এমন প্রশংসনীয় কর্মকাণ্ডে স্বস্তি ফিরে আসে হিন্দু ধর্মালম্বীসহ ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে।

জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই), যুব আন্দোলন, ছাত্র আন্দোলন ও সহযোগী অরাজনৈতিক সংগঠন মুজাহিদ কমিটি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, উপজেলা শাখার তত্ত্বাবধায়নে হাজীগঞ্জ বাজারে শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া, পৌর মহাশ্মান, শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম দি বিবেকান্দ বিদ্যাপীঠ, স্বর্নকার পট্টি, কাপড়িয়া পট্টি, থানা, ডাক-বাংলোসহ পুরো হাজীগঞ্জ বাজারে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

এছাড়াও বাজারের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব এবং আবর্জনা পরিস্কার করে। পাশাপাশি হাজীগঞ্জ বাজারের বাহিরে বিভিন্ন ইউনিয়নের হিন্দু ধর্মালম্বীদের বাড়ি ও মন্দিরসহ বিভিন্ন হাট-বাজারেও কাজ করেন নেতৃবৃন্দ। গত ৬ আগস্ট থেকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিনি এসব কার্যক্রম পরিচালনা করে আসছে চরমোনাই পীরের অনুসারীরা।

এর মধ্যে গত শনিবার (১০ আগস্ট) জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দায়িত্বশীলগণ দায়িত্ব পালন করেন। এর মধ্যে হাজীগঞ্জ উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসাইন, সহ-সভাপতি মাওলানা ফয়সাল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন মিয়াজী মাসুম, সহ-সাধারন সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি সানাউল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা নুরে আলম সিদ্দিকি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আক্তার হোসেন আকন, উপজেলা ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক কামাল গাজী, ছাত্র আন্দোলনের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ হাফেজ মাওলানা আতিকুর রহমান, আব্দুর রহমান স্যার, সাবেক ছাত্রনেতা রাশেদুজ্জামান, মাহদী, আব্দুল্লাহগাজীসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে উপজেলা আইম্মা পরিষদের সভাপতি মুফতি আনোয়ার হোসাইন বলেন, ইসলামী আন্দোলন শান্তি ও মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য জাতির যেকোন দূর্যোগে চরমোনাই পীরের দল ময়দানে ঝাপিয়ে পড়ে। তারা দেশ, জাতি ও বিশ্বকে জানান দিতে চায়, যে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তায় রয়েছে। কোন ধরনের ভয় আতংকগ্রস্ত না থেকে স্বাভাবিক থাকার জন্য আশ্বস্ত করেন।

এসব বিষয়ে উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানাকে অবহিত করেন ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক কামাল গাজী। তিনি বলেন, নিরাপত্তা টিম দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসার আগ পর্যন্ত দিনের বেলায় সড়কের শৃঙ্খলা, রাতের বেলা পাহারা ও টহলের দায়িত্বে থাকবেন ইশাআল্লাহ। প্রয়োজনে যোগাযোগ ০১৮৩০-১২৬০৬৯।