প্রিয় পৌরবাসী,
আসসালামু আলাইকুম,
আজ অনেকটা ব্যথিত হৃদয়ে লিখছি-
গত ৪ঠা আগস্ট, ২০২৪ তারিখে আপনাদের প্রাণপ্রিয় পৌরভবনে দুষ্কৃতিকারীরা আগুন দেয়, আমার নিজের ২টা সরকারি গাড়ি, অফিসের ব্যবহৃত ৩৪টা গাড়িতেও আগুন দেয়। আগুন যখন পুরা ছড়িয়ে পড়ে তখনও আমি সহ আমার কয়েকজন স্টাফ আর অসংখ্য নেতা-কর্মী ভিতরে আটকা পড়ি।
ধোঁয়ার মধ্যে সেন্সলেস অবস্থায় আমার কয়েকজন স্টাফ আমাকে জানালার কাচ ভেঙ্গে মই দিয়ে উদ্ধার করে, হাতেপায়ে ব্যথা পাই, আল্লাহ কোন নেকের উছিলায় আমাকে সেদিন বাঁচিয়ে দেয়।
পরদিন গত ৫ই আগস্ট, ২০২৪ তারিখে দুষ্কৃতিকারীরা আমার নিজ বাসায়ও আগুন দেয়। বাসাটি আমার ভাই-বোন মিলে গড়ে তুলেছিলাম। আমার নিজের বাসাটাও তারা ছাড় দেয় নাই। ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে তাণ্ডবলীলা চালায়।
আমি প্রায় ২০ বছর পৌর আওয়ামী লীগের সভাপতি এবং আপনাদের ভোটে পর পর ২ বার নির্বাচিত মেয়র। গত ৮ বছর পৌরবাসীকে আমি সবসময় সমানভাবে সেবা দেয়ার চেষ্টা করেছি, উপকার না করতে পারলেও অপকার কখনো করি নি। সব দলের, সব ধর্মের, সব শ্রেণির মানুষের জন্য আমি আমার সাধ্যমতো সেবা দেয়ার চেষ্টা করেছি।
আজকে যারা আমার ক্ষতি করলো তারা কি কখনো বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি কোনোদিন তাদের ক্ষতি করেছি??! অবকাঠামোগত উন্নয়ন, ব্যক্তিগত ভাবে আমি সবসময় মানুষের সেবা দেয়ার চেষ্টা করেছি, কেউ কোনোদিন খালি হাতে ফিরে নাই। তাহলে কীসের জন্য এত প্রতিহিংসা!!
আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। শুধু বলতে চাই, যারা আজ আমার ক্ষতি করে খুশিতে আত্মহারা হয়ে আছেন, তারা মনে রাখবেন- কারোর ক্ষতি করে কেউ কোনোদিন বড় হয় না। আমার সেবা না পেয়ে যদি আপনারা ভালো থাকেন, তাহলে দোয়া করি সবসময়ই ভালো থাকেন। আমি আপনাদের ক্ষমা করে দিলাম।
আমার এই কঠিন সময়ে যারা দেশ-বিদেশ থেকে আমাকে ফোন দিয়ে খোঁজ নিয়েছেন, যারা আমার এই বিপদে আমার পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আর আমার পরিবারকে সবসময় আপনাদের দোয়ায় রাখবেন।
আল্লাহ হাফেজ।
আ:স:ম মাহবুব-উল আলম লিপন
মেয়র, হাজীগঞ্জ পৌরসভা।