হাজীগঞ্জে বাই সাইকেল পেলো আরো ১’শ শিক্ষার্থী

  • আপডেট: ০৭:৩৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • ৪৩

ছবি-নতুনেরকথা।

চাঁদপুরের হাজীগঞ্জে আরো এক শত শিক্ষার্থীকে বাই সাইকেল প্রদান করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

রবিবার বিকেলে উপজেলা মিলনায়তনে হাজীগঞ্জের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এ বাই সাইকেল তুলে দেন। এ নিয়ে হাজীগঞ্জে বাই সাইকেল পেলো ৪’শ ১৭জন শিক্ষার্থী।

এ ছাড়া একই অনুষ্ঠানে ভিক্ষুক পুনর্বাসনের জন্য ২জন ভিক্ষুককে নগদ ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা এবং ১২জন প্রতিবন্ধীর মাঝে ১২টি হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি।

বিতরণ শেষে সাংবাদিকদের মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, ২/৩ কিলো মিটার দূর থেকে শিক্ষার্থীরা স্কুলে আসে। অনেকের বাবা-মা গরীব। প্রতিদিন শিক্ষার্থীদের ভাড়ার টাকা দিতে পারেনা। এতে অনেকের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম। শিক্ষার্থীদের পড়ালেখা যেনো বন্ধ না হয়, সেজন্য বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তিনি বলেন একইভাবে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় অনেক প্রতিবন্ধী রয়েছে একটি হুইল চেয়ার হলে তার চলা সম্ভব হয়। তাই প্রতিবন্ধীদের মাঝে হইল চেয়ার প্রদান করা হলো। পর্যায়ক্রমে সবাইকে হুইল চেয়ার দেয়া হবে এবং উপজেলায় যারা ভিক্ষুক রয়েছে তারা ব্যবসা-বাণিজ্য করে সাবল্বম্বী হতে পারে এজন্য নগদ অর্থ প্রণোদনা দেয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে ও সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল গণির পরিচালনায় বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হেলালউদ্দিন মিয়াজী, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আকতার, শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজী সেলিম, ইউপি চেয়ারম্যান আবু তাহের, আওয়ামী লীগ নেতা অধ্যাপক সেলিম, আবুল হাসেম, হাবিবুর রহমান লিটন, জেলা যুবলীগের সদস্য সোহাগ আহমেদ মাইনু, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক শুকুর আলম প্রমূখ।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

হাজীগঞ্জে বাই সাইকেল পেলো আরো ১’শ শিক্ষার্থী

আপডেট: ০৭:৩৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

চাঁদপুরের হাজীগঞ্জে আরো এক শত শিক্ষার্থীকে বাই সাইকেল প্রদান করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

রবিবার বিকেলে উপজেলা মিলনায়তনে হাজীগঞ্জের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এ বাই সাইকেল তুলে দেন। এ নিয়ে হাজীগঞ্জে বাই সাইকেল পেলো ৪’শ ১৭জন শিক্ষার্থী।

এ ছাড়া একই অনুষ্ঠানে ভিক্ষুক পুনর্বাসনের জন্য ২জন ভিক্ষুককে নগদ ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা এবং ১২জন প্রতিবন্ধীর মাঝে ১২টি হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি।

বিতরণ শেষে সাংবাদিকদের মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, ২/৩ কিলো মিটার দূর থেকে শিক্ষার্থীরা স্কুলে আসে। অনেকের বাবা-মা গরীব। প্রতিদিন শিক্ষার্থীদের ভাড়ার টাকা দিতে পারেনা। এতে অনেকের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম। শিক্ষার্থীদের পড়ালেখা যেনো বন্ধ না হয়, সেজন্য বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তিনি বলেন একইভাবে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় অনেক প্রতিবন্ধী রয়েছে একটি হুইল চেয়ার হলে তার চলা সম্ভব হয়। তাই প্রতিবন্ধীদের মাঝে হইল চেয়ার প্রদান করা হলো। পর্যায়ক্রমে সবাইকে হুইল চেয়ার দেয়া হবে এবং উপজেলায় যারা ভিক্ষুক রয়েছে তারা ব্যবসা-বাণিজ্য করে সাবল্বম্বী হতে পারে এজন্য নগদ অর্থ প্রণোদনা দেয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে ও সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল গণির পরিচালনায় বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হেলালউদ্দিন মিয়াজী, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আকতার, শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজী সেলিম, ইউপি চেয়ারম্যান আবু তাহের, আওয়ামী লীগ নেতা অধ্যাপক সেলিম, আবুল হাসেম, হাবিবুর রহমান লিটন, জেলা যুবলীগের সদস্য সোহাগ আহমেদ মাইনু, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক শুকুর আলম প্রমূখ।