বাংলাদেশের আগামী দিনের নেতৃত্বে থাকবে আজকের দিনের শিক্ষার্থীরা:রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

  • আপডেট: ১১:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • ৫৩

হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন শেষে মোনাজাত করছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বে আজকের দিনের শিক্ষার্থীরাই থাকবে বলে জানিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

রবিবার (২৩ জুন) দুপরে হাজীগঞ্জের মৈশাইদ উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভীত বিশিষ্ট একতলা ভবন, প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবন ও শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবনের উদ্বোধনীয় অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃক আয়োজিত আলোচনাসভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিৎ নিজেকে জানা। মানবিক মানুষ, ভাল মানুষ এবং আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বে থাকবে আজকের দিনের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আগামী দিনে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে। হৃদয়ে যাহা চায় তাহাই করতে হবে। তাই বলে সব কিছু করা যাবে না। নিজেকে নিয়ন্ত্রণে রেখেই সবকিছু করতে হবে। তোমরা মোবাইল ব্যবহার করবে কিন্তু মোবাইল আসক্তিতে জড়াবেনা। কোনো অনিয়ম করা যাবে না। নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশের ভবিষ্যত তোমাদের হাতে। তোমরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে এদেশকে আরো সুন্দর করে গড়ে তুলবে। তোমাদের জন্যই তোমাদের মা-বাবা এতো কষ্ট করছে, ত্যাগ স্বীকার করছে সে বিষয়টি তোমাদের অনুধাবন করতে হবে।

মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম হাজীগঞ্জ শাহরাস্তির উন্নয়ন নিয়ে বলেন, আমাদের সংসদীয় আসনে উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতা করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৬ বছর এই দুই উপজেলায় কমপক্ষে আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। আরো বেশী হতে পারে। আমাদের দুই উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। কারণ বিদ্যুৎ লাইন নির্মাণ ব্যয় অনেক বেশী। এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন সম্ভব হয়েছে নির্বাচনী এলাকার রাজনৈতিক নেতা ও সাধারণ জনগণের সহযোগিতার কারণে।

সংসদের গত ৪ মেয়াদসহ চলতি সময়ে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ডাকাতিয়া নদীর উপর ৮টি ব্রিজের কাজ সমাপ্ত হয়েছে। এগুলো ছাড়াও প্রায় ৮শ’ ব্রিজ ও কালভার্ট নির্মাণ, সাড়ে কয়েকশত কিলোমিটার সড়ক নির্মাণ, সাড়ে ৭শ স্কুল, কলেজ ও মাদরাসা ভবন নির্মাণ করেছি।, এটি একটি অনন্য সাফল্য। সারাদেশের অনেক উপজেলার চাইতে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা উন্নয়নে অনেকাংশে এগিয়ে। পাশাপাশি আমরা ডাকাতিয়া নদীর উপর প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে এক ওয়াকওয়ে নির্মাণ করেছি। কৃষি কাজের উন্নয়নের জন্য ডাকাতিয়া নদীসহ ছোট বড় ২০/২৫ খাল খনন করা হয়েছে। এগুলো আমাদের বিরাট সাফল্য। এসব কিছু মিলিয়ে আমি মনে করছি-জনগণ আমাদের উপর এখন আস্থা রাখতে পারছে এবং আমাদের নির্বাচনী এলাকায় আমরা আইন শৃঙ্খলা বজায় রাখতে পেরেছি। অন্য দলের লোক হলেও আমরা তাদের প্রতি হয়রানিমূলক কোন পদক্ষেপ নেইনি।

উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গির আলম, সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান পাটওয়ারী ইউসুফ, মৈশাইদ পল্লী মঙ্গল আবদুল গফুর উচ্চ বিদ্যায়ের সভাপতি মো. আলী হায়দার পাটওয়ারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকার আলী পাটওয়ারি, প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকতারুজ্জামান মুন্সি, প্রধান শিক্ষক নাছিরউদ্দিন, দাতা সদস্য রোটা. এস এম মানিক, শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি অহিদুজ্জামান পাটওয়ারি, আশিষ চন্দ্র মজুমদা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিমউদ্দিন, সাবেক সহ-সভাপতি হাজী সেলিম, কালোচো দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, কালোচো উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানিক হোসেন প্রধানীয়া, সাধারণ সম্পাদক হাবিবু রহমান পলাশ, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. অমল কান্তি ধর, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, আওয়ামী লীগ নেতা অধ্যাপক সেলিম, হাফেজ শাহজাহাল, মাওলানা মাঈনুদ্দীন, নজরুল ইসলাম, আবদুল খালেক প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বি, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শুকুর আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

বাংলাদেশের আগামী দিনের নেতৃত্বে থাকবে আজকের দিনের শিক্ষার্থীরা:রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

আপডেট: ১১:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪

আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বে আজকের দিনের শিক্ষার্থীরাই থাকবে বলে জানিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

রবিবার (২৩ জুন) দুপরে হাজীগঞ্জের মৈশাইদ উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভীত বিশিষ্ট একতলা ভবন, প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবন ও শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবনের উদ্বোধনীয় অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃক আয়োজিত আলোচনাসভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিৎ নিজেকে জানা। মানবিক মানুষ, ভাল মানুষ এবং আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বে থাকবে আজকের দিনের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আগামী দিনে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে। হৃদয়ে যাহা চায় তাহাই করতে হবে। তাই বলে সব কিছু করা যাবে না। নিজেকে নিয়ন্ত্রণে রেখেই সবকিছু করতে হবে। তোমরা মোবাইল ব্যবহার করবে কিন্তু মোবাইল আসক্তিতে জড়াবেনা। কোনো অনিয়ম করা যাবে না। নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশের ভবিষ্যত তোমাদের হাতে। তোমরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে এদেশকে আরো সুন্দর করে গড়ে তুলবে। তোমাদের জন্যই তোমাদের মা-বাবা এতো কষ্ট করছে, ত্যাগ স্বীকার করছে সে বিষয়টি তোমাদের অনুধাবন করতে হবে।

মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম হাজীগঞ্জ শাহরাস্তির উন্নয়ন নিয়ে বলেন, আমাদের সংসদীয় আসনে উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতা করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৬ বছর এই দুই উপজেলায় কমপক্ষে আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। আরো বেশী হতে পারে। আমাদের দুই উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। কারণ বিদ্যুৎ লাইন নির্মাণ ব্যয় অনেক বেশী। এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন সম্ভব হয়েছে নির্বাচনী এলাকার রাজনৈতিক নেতা ও সাধারণ জনগণের সহযোগিতার কারণে।

সংসদের গত ৪ মেয়াদসহ চলতি সময়ে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ডাকাতিয়া নদীর উপর ৮টি ব্রিজের কাজ সমাপ্ত হয়েছে। এগুলো ছাড়াও প্রায় ৮শ’ ব্রিজ ও কালভার্ট নির্মাণ, সাড়ে কয়েকশত কিলোমিটার সড়ক নির্মাণ, সাড়ে ৭শ স্কুল, কলেজ ও মাদরাসা ভবন নির্মাণ করেছি।, এটি একটি অনন্য সাফল্য। সারাদেশের অনেক উপজেলার চাইতে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা উন্নয়নে অনেকাংশে এগিয়ে। পাশাপাশি আমরা ডাকাতিয়া নদীর উপর প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে এক ওয়াকওয়ে নির্মাণ করেছি। কৃষি কাজের উন্নয়নের জন্য ডাকাতিয়া নদীসহ ছোট বড় ২০/২৫ খাল খনন করা হয়েছে। এগুলো আমাদের বিরাট সাফল্য। এসব কিছু মিলিয়ে আমি মনে করছি-জনগণ আমাদের উপর এখন আস্থা রাখতে পারছে এবং আমাদের নির্বাচনী এলাকায় আমরা আইন শৃঙ্খলা বজায় রাখতে পেরেছি। অন্য দলের লোক হলেও আমরা তাদের প্রতি হয়রানিমূলক কোন পদক্ষেপ নেইনি।

উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গির আলম, সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান পাটওয়ারী ইউসুফ, মৈশাইদ পল্লী মঙ্গল আবদুল গফুর উচ্চ বিদ্যায়ের সভাপতি মো. আলী হায়দার পাটওয়ারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকার আলী পাটওয়ারি, প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকতারুজ্জামান মুন্সি, প্রধান শিক্ষক নাছিরউদ্দিন, দাতা সদস্য রোটা. এস এম মানিক, শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি অহিদুজ্জামান পাটওয়ারি, আশিষ চন্দ্র মজুমদা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিমউদ্দিন, সাবেক সহ-সভাপতি হাজী সেলিম, কালোচো দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, কালোচো উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানিক হোসেন প্রধানীয়া, সাধারণ সম্পাদক হাবিবু রহমান পলাশ, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. অমল কান্তি ধর, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, আওয়ামী লীগ নেতা অধ্যাপক সেলিম, হাফেজ শাহজাহাল, মাওলানা মাঈনুদ্দীন, নজরুল ইসলাম, আবদুল খালেক প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বি, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শুকুর আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।