ঝড়ে বিলবোর্ড ভেঙ্গেপড়ে নিহত-১৪, আহত ৭০

  • আপডেট: ০৩:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • ০ Views

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে প্রচণ্ড ধূলিঝড়ের সময় একটি বিলবোর্ড ভেঙে পড়ে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ জনের বেশি। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানান।

জানা গেছে, বিলবোর্ডটি একটি জ্বালানি স্টেশনের উল্টো পাশে ছিল। ঝড়ের সময় বিলবোর্ডের লোহার কাঠামোটি ওই স্টেশনের ওপর আছড়ে পড়ে। এতে হতাহতের এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্বপ্নিল খুপতে এএনআইকে বলেন, বিলবোর্ডটি হঠাৎ ভেঙে পড়ে। গাড়ি আর মোটরসাইকেলসহ অনেকেই এর নিচে চাপা পড়েন। আশপাশের লোকজন ছুটে এসে অনেককে বের করেন। অনেকে নিজেরাই বের হয়ে আসতে সক্ষম হন।

খবর পেয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ) ঘটনাস্থলে আসে। আটকে পড়া লোকজনকে বের করে আনে।
বিলবোর্ডটি অনুমতি নিয়ে সেখানে বসানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা অগ্রাধিকার ছিল। আহত ব্যক্তিদের চিকিৎসার ভার রাজ্য সরকার নেবে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, মুম্বাইজুড়ে স্থাপন করা বিলবোর্ডগুলো পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ এক্স বার্তায় জানান, বিলবোর্ড ভেঙে পড়ে হতাহতের এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআই প্রধান

ঝড়ে বিলবোর্ড ভেঙ্গেপড়ে নিহত-১৪, আহত ৭০

আপডেট: ০৩:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে প্রচণ্ড ধূলিঝড়ের সময় একটি বিলবোর্ড ভেঙে পড়ে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ জনের বেশি। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানান।

জানা গেছে, বিলবোর্ডটি একটি জ্বালানি স্টেশনের উল্টো পাশে ছিল। ঝড়ের সময় বিলবোর্ডের লোহার কাঠামোটি ওই স্টেশনের ওপর আছড়ে পড়ে। এতে হতাহতের এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্বপ্নিল খুপতে এএনআইকে বলেন, বিলবোর্ডটি হঠাৎ ভেঙে পড়ে। গাড়ি আর মোটরসাইকেলসহ অনেকেই এর নিচে চাপা পড়েন। আশপাশের লোকজন ছুটে এসে অনেককে বের করেন। অনেকে নিজেরাই বের হয়ে আসতে সক্ষম হন।

খবর পেয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ) ঘটনাস্থলে আসে। আটকে পড়া লোকজনকে বের করে আনে।
বিলবোর্ডটি অনুমতি নিয়ে সেখানে বসানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা অগ্রাধিকার ছিল। আহত ব্যক্তিদের চিকিৎসার ভার রাজ্য সরকার নেবে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, মুম্বাইজুড়ে স্থাপন করা বিলবোর্ডগুলো পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ এক্স বার্তায় জানান, বিলবোর্ড ভেঙে পড়ে হতাহতের এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।