• ঢাকা
  • বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৩

হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতি নির্বাচন প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময়

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

আসন্ন হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির কার্য-নির্বাহী পরিষদের নির্বাচনে অংশগ্রহণকৃত প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশন (নির্বাচন পরিচালনা কমিটি)। মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ বাজারস্থ গাউছিয়া হাইওয়ে এন্ড চাইনিজ রেস্টুন্টে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মনিরুজ্জামান বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্’র উপস্থাপনায় নির্বাচনী বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেন, সভাপতি প্রার্থী গাজী মো. বিল্লাল হোসেন ও ইউসুফ প্রধানীয়া সুমন, সাধারণ সম্পাদক প্রার্থী মো. খোরশেদ আলম ও সাইফুল ইসলাম হিরা।

এ সময় মতামত উপস্থাপন করে আরো বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী মো. জানে আলম রাসেল ও মো. মানিক হোসেন, দপ্তর সম্পাদক প্রার্থী মো. আজাদ হোসেন, প্রচার সম্পাদক প্রার্থী মো. শফিকুল ইসলাম মিয়াজী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে সজল দেবনাথ।
এছাড়া বক্তব্য দেন, নির্বাচনের সমন্বয়কারী মো. আব্দুল কাদের (কেবিএফ) ও নির্বাচন পরিচালক মো. বিল্লাল হোসাইন পাটওয়ারী। মতবিনিময়ে দপ্তর সম্পাদক প্রার্থী মো. আব্দুল আউয়াল, প্রচার সম্পাদক প্রার্থী মো. সাইফুল ইসলাম মজুমদার ও কোষাধ্যক্ষ প্রার্থী মো. আরিফ হোসেন অন্যান্য প্রার্থীদের সাথে সহমত ব্যক্ত করেন।

সবশেষ একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রার্থী নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে এবং তাদেরকে সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করেন। পরে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মনিরুজ্জামান বাবলু সবাইকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভা সমাপ্ত করেন।

উল্লেখ্য, আগামি ১৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাজীগঞ্জ বাজারস্থ হোয়াইট হাউজে বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে ৭টি পদের বিপরীতে ১২ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে কোষাধ্যক্ষ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে একক প্রার্থী হওয়ায় ৫পদে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক পদে দুই জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আগামিকাল ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মধ্য রাত থেকে প্রার্থীদের সকল ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হচ্ছে। একটি সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন গ্রহণের লক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অর্থনীতি এর আরও খবর