হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর ভুইয়া একাডমির চারতলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থতলার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে টেলিকনফারেন্সে দিক-নির্দেশনামূলক বক্তব্য শেষে ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘোষণা করেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. জামাল উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাশেম। বক্তব্য দেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য হাবিবুর রহমান ভুইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী নুসরাত জাহান ও গীতা পাঠ করেন শিক্ষার্থী আকাশ চন্দ্র ঘোষ। অনুষ্ঠানে রামচন্দ্রপুর কাসেমিয়া ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. শামসুদ্দোহা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের দাতা সদস্য মনির হোসেন টেলু, অভিভাবক সদস্য জসিম উদ্দিন, আবুল বাসার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন আবু, আবুল বাসার উপস্থিত ছিলেন।
বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী নেতা, সফিকুর রহমান, দুলাল মেম্বার, জসিম পাটওয়ারী, শাহআলম বাচ্চু, হাসান মাস্টার, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক, আকতার হোসেন বাবু, আশেক গাজী, ইউসুফ, আসিফ, ফাহিম, ছাত্রলীগ নেতা রাছেল, কাউছার, হুমায়ুনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।