• ঢাকা
  • সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৩
সর্বশেষ আপডেট : ১২ আগস্ট, ২০২৩

দেশগাঁও ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দেশগাঁও ডিগ্রি কলেজের এইচএসসি-২০২৩ইং সালের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২আগস্ট) সকালে কলেজের হলরুমে আলোচনা সভা,মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ আজহারুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেশগাঁও ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এ জেড এম শামসুল আলম স্বপন।

অনুষ্ঠানে ভিপিএড শিক্ষক মোঃ মুজাহিদুল ইসলাম সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কলেজের হিতৈষী সদস্য অহিদুল ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক আবদুল মান্নান, জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাকির প্রমুখ।

পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ,দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা সবুর খান।

পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন,আফসানা শিরিন চৌধুরী।

এসময় কলেজের সহকারী অধ্যাপক শহীদুজ্জামান মোড়ল, সহকারী অধ্যাপক জেসমিন আক্তার, কলেজ গভর্নিং বডির সাবেক সদস্যসহ অন্যান্য অতিথিবৃন্দ, কলেজের শিক্ষক, অভিভাবক, স্থানীয় ও এলাকাবাসী এবং বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শিক্ষা এর আরও খবর
error: Content is protected !!