গুজব রোধে মাইক হাতে প্রচারনায় ওসি

  • আপডেট: ০২:০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • ৯৫

নিজস্ব প্রতিনিধি॥
ছেলে ধরা গুজব রোধে মাইক হাতে প্রচারণায় নেমেছে শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্আলম (এলএলবি)। বৃহস্পতিবার সকালে তিনি নিজেই ‘গুজবে কান না দিতে ও গুজব বন্ধে’ মাইকিং করেন।

একই সাথে তিনি মাদক, বাল্য, বিবাহ, জঙ্গীবাদ ও ইভটিজিং বন্ধে মাইকে প্রচারণা করেন।

ওসি মো. শাহ আলম (এলএলবি) জানান, দুষ্ট চক্র দেশের অগ্রগতি থেকে থমকে দিতে ও পদ্মা সেতুর কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচারে লিপ্ত রয়েছে।

তিনি বলেন, কোন অপপ্রচার বা গুজবে কেউ কান দেবেননা। কারো প্রতি কোন রকম সন্দেহ হলে শাহরাস্তি থানায় ফোন করবেন অথবা ৯৯৯ নম্বরে ফোন করবেন।

তিনি জানান, পিটিয়ে মানুষ হত্যা ফৌজদারী অপরাধ। পিটিয়ে মানুষ হত্যা করলে অথবা আহত করলে তাদের সকলের বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা দায়ের করা হবে।

Tag :
সর্বাধিক পঠিত

যেভাবে হ ত্যা করা হয় তরুণ আইনজীবী সাইফলকে

গুজব রোধে মাইক হাতে প্রচারনায় ওসি

আপডেট: ০২:০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯

নিজস্ব প্রতিনিধি॥
ছেলে ধরা গুজব রোধে মাইক হাতে প্রচারণায় নেমেছে শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্আলম (এলএলবি)। বৃহস্পতিবার সকালে তিনি নিজেই ‘গুজবে কান না দিতে ও গুজব বন্ধে’ মাইকিং করেন।

একই সাথে তিনি মাদক, বাল্য, বিবাহ, জঙ্গীবাদ ও ইভটিজিং বন্ধে মাইকে প্রচারণা করেন।

ওসি মো. শাহ আলম (এলএলবি) জানান, দুষ্ট চক্র দেশের অগ্রগতি থেকে থমকে দিতে ও পদ্মা সেতুর কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচারে লিপ্ত রয়েছে।

তিনি বলেন, কোন অপপ্রচার বা গুজবে কেউ কান দেবেননা। কারো প্রতি কোন রকম সন্দেহ হলে শাহরাস্তি থানায় ফোন করবেন অথবা ৯৯৯ নম্বরে ফোন করবেন।

তিনি জানান, পিটিয়ে মানুষ হত্যা ফৌজদারী অপরাধ। পিটিয়ে মানুষ হত্যা করলে অথবা আহত করলে তাদের সকলের বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা দায়ের করা হবে।