নিজস্ব প্রতিনিধি॥ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট একটি গোডাউন থেকে ৪ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক বিজ্ঞপ্তিতে গনমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ আনুমানিক বেলা ২টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি গোডাউনে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। জব্দকরা চোরাই ডিজেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান খান।
তিনি আরও বলেন, পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে জব্দকৃত চোরাই ডিজেল মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।