ভারতে বাসে আগুন, নারী ও শিশুসহ নিহত ২৫

  • আপডেট: ১১:১৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
  • ৩৮

ছবি-সংগৃহিত।

ভারতে যাত্রীবাহী বাসে আগুন লেগে নারী ও শিশুসহ অন্তত ২৫জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ভারতের মহারাষ্ট্রের সামরুদ্ধি-মহামার্গ এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বাসটি পুনে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। এতে ৩৩ জন আরোহী ছিলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি খুঁটিতে ধাক্কা দেওয়ার পর সেটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনায় পড়া বাসটির চালকের বরাত দিয়ে পুলিশ জানায়, বাসের চাকার টায়ার ফেটে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারায়, এরপর সেটি পাশের একটি খুঁটিতে ধাক্কা দেয়।

মহারাষ্ট্রের বুলধানা জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) সুনীল কাদাসানে বলেন, বাসের ২৫ জন দগ্ধ হয়ে মারা গেছেন। চালকসহ আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তদন্ত চলছে উল্লেখ করে পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, এই মুহূর্তে তাঁদের অগ্রাধিকার হলো, মরদেহগুলোর পরিচয় শনাক্ত করে সেগুলো তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা। এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। নিহতদের শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।

এ ঘটনায় শোক জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

ভারতে বাসে আগুন, নারী ও শিশুসহ নিহত ২৫

আপডেট: ১১:১৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩

ভারতে যাত্রীবাহী বাসে আগুন লেগে নারী ও শিশুসহ অন্তত ২৫জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ভারতের মহারাষ্ট্রের সামরুদ্ধি-মহামার্গ এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বাসটি পুনে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। এতে ৩৩ জন আরোহী ছিলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি খুঁটিতে ধাক্কা দেওয়ার পর সেটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনায় পড়া বাসটির চালকের বরাত দিয়ে পুলিশ জানায়, বাসের চাকার টায়ার ফেটে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারায়, এরপর সেটি পাশের একটি খুঁটিতে ধাক্কা দেয়।

মহারাষ্ট্রের বুলধানা জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) সুনীল কাদাসানে বলেন, বাসের ২৫ জন দগ্ধ হয়ে মারা গেছেন। চালকসহ আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তদন্ত চলছে উল্লেখ করে পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, এই মুহূর্তে তাঁদের অগ্রাধিকার হলো, মরদেহগুলোর পরিচয় শনাক্ত করে সেগুলো তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা। এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। নিহতদের শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।

এ ঘটনায় শোক জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।