শিক্ষার গুণগতমান নষ্ট করলে আমরা আরও কঠোর হতে বাধ্য হবো: প্রফেসর ড. মো. মশিউর রহমান

অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২ মে, ২০২৩

“কর্মমুখী শিক্ষা গ্রহণ করুন বেকারত্বের জীবন দূর করুন” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন প্রতিষ্ঠার ১৮ বছর উদযাপন “উচ্ছ্বাসিত প্রাণের মেলা” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কলেজ ক্যাম্পাসে উচ্ছ্বাসিত প্রাণের মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গিতের মাধ্যমে জাতীয় পতাকা ও কলেজের পতাকা উত্তোলণ করেন প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমানসহ অতিথিবৃন্দ। পরে কলেজের স্থায়ী ক্যাম্পাস, শহিদ মিনার ও বঙ্গবন্ধু কর্ণারের নামফলক উম্মোচণ করেন প্রধান অতিথি।

পরে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ জাহানের সভাপতিত্বে সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার নির্বাহী সম্পাদক জাহিদ হাসান ও আহসান হাবীব খানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার গুণগতমান নষ্ট করলে আমরা আরও কঠোর হতে বাধ্য হবো। কোন অবস্থাতেই শিক্ষার গুণগতমানের সাথে আপোষ করবোনা। শিক্ষার মান যতদ্রুত বাড়াবেন আমরা আপনাদের দাবিগুলো দ্রুত আপনাদের কাছে পৌঁছে দেবো।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, কোন প্রতিষ্ঠান আমাদের কাছে যা চায়, আমরা তার চাইতেও বেশি দিতে বদ্ধপরিকর। যত বেশি গুণগতমান নিশ্চিত করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় তত বেশি আপনাদের পাশে দাঁড়াবে। মনে রাখতে হবে শিক্ষার মান নষ্ট করলে আমরা কঠোর হতে বাধ্য হবো।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. আনোয়ার হোসেন, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের।

হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের ১৮ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে ৫২টি কলেজের অধ্যক্ষ, ৪৯টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সন্মাননা স্মারক ও উত্তরীয় পড়িয়ে দেয় অতিথিরা।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ক্যাপশান-হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের ১৮ বছর উদযাপন উপলক্ষে উচ্ছ্বাসিত প্রাণের মেলা অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া।ফুলেল শুভেচ্ছা জানান।

Sharing is caring!

আরও সংবাদ

error: Content is protected !!